হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ আমি আদিপুরুষ সিনেমার রিভিউ দেব
ঘটনাপ্রবাহ
এই ছবির গল্প সবাই জানে। শ্রীরামের জীবনের গল্প। এই ছবিটি ভাল্মীকির 'রামায়ণ' এর একটি পর্দা সংস্করণ।
কেমন হল ছবি?
শুরুর দিকে ছবিটা তেমন জমাটি লাগে না। ছবির সঙ্গে দর্শকের মনোসংযোগ তৈরি হয় নি। আর খারাপ ভিএফএক্স দর্শকের আকর্ষণ কয়েক গুণ কমিয়ে দেয়। ছবি এগোনোর সঙ্গে সঙ্গে প্রভাসের সঙ্গে রামের কিছুটা বিশ্বাসযোগ্যতা খুঁজে পাওয়া যায়। কৃতি শ্যাননকে জানকির লুকে বেশ ভাল লেগেছে। লক্ষণের চরিত্রে সানি সিং ঠিকঠাক। রাবণের চরিত্রে ছাপ ফেলতে পারল না সইফ আলি খান। মনে হয়েছিল, রণবীর সিংহ খিলজীর চরিত্রে যেভাবে মানুষের মন কেড়েছিলেন, সেভাবেই রাবণের চরিত্রে ছাপ ফেলতে পারবেন সইফ, কিন্তু তা হল না।হনুমানের চরিত্রে দেবদত্ত নাগে বেশ ভাল অভিনয় করেছেন। চলচ্চিত্রটির দ্বিতীয় অংশ, যা প্রাথমিকভাবে যুদ্ধের ওপর কেন্দ্রিত, আকর্ষণীয় এবং একটি স্থিতিশীল প্রথম অংশকে পূরণ করে যা উপলব্ধি করছে না, যা এই গল্পের জন্য তীব্রতা বা জরুরি অনুভব করার অভাবকে দেখাচ্ছে।
এই ছবিটিকে আমি ৫ এর মধ্যে ৩ রেটিং দেব।