১৮৩৯ সালে বৃটিশ লেখক ফিলিপ মেডোস টেইলর ভারতীয় কিংবদন্তীতুল্য এই ঠগদের নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন নাম 'কনফেশনস অফ এ থাগ'।১৯ শতকে বইটি বৃটেনে বেষ্টসেলারও হয়েছিল।
এই ঠগেরা কোন সাধারণ ক্রিমিনাল ছিল না।তারা ব্যাবসায়ী বা তীর্থ যাত্রী সেজে ছোট ছোট দলে বিভক্ত থাকতো এবং সাধারণ পথিকের সাথে মিশে যেত।সুযোগ মত পথিকের সব লুটে নিয়ে তাকে হত্যা করতো।হত্যায় ব্যাবহার করা হতো সাধারণত সিল্কের হলুদ রঙ এর রুমাল।যার কাছ থেকে সম্পদ লুট করা হতো তাকে হত্যা না করাটা ছিল তাদের কাছে অনেকটা পাপ করার মতই।
ঠগিরা হিন্দু,মুসলিম বা শিখ যেই ধর্মেরই হোক না কেন তারা সবাই ছিল কালীর উপাসক।
ইংরেজ বিরোধী যুদ্ধেও তাদের অবদান কম নয়।ইংরেজদের কাছে যখন অনেক ভারতীয় রাজা মহারাজারা অসহায় হয়ে গিয়েছিল তখন এই ঠগিদের কাছে ইংরেজরা হয়ে পড়েছিল অসহায়।
আসছে দিওয়ালীতে মুক্তি পেতে যাচ্ছে 'কনফেশানস অফ এ থাগ' উপন্যাস অবলম্বনে গ্রেট অমিতাভ বচ্চন এবং আমির খানের নতুন মুভি ২১০ কোটি রুপি বাজেটের 'থাগস অফ হিন্দুস্তান'।এই প্রথম অমিতাভ বচ্চন এবং আমির খান কোন মুভিতে একসাথে অভিনয় করলেন।মুভিটি ১৭৯০ থেকে ১৮০৫ সালের মধ্যকার সময়টিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
আশা করছি এটা অমিতাভ বচ্চন এবং আমির খানের ওয়ান অফ দ্যা বেষ্ট মুভি হতে যাচ্ছে।
অপেক্ষায় রইলাম।