Pravash

in movie •  7 years ago 

প্রভাষের সাহো ছবিটির বেশ কিছু অ্যাকশন দৃশ্য দুবাইতে শুটিং হবে আগামী ১০ এপ্রিল থেকে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে দুবাইয়ের Burj Khalifa, Ras-Al-Khaimah,World Trade Center ও Etihad Tower এ এই অ্যকাশন দৃশ্য গুলো শুট করা হবে। নাম করা কোরিওগ্রাফার কেনি বেটস এই অ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করবেন। প্রভাষের সাথে শ্রদ্ধা কাপুর ও এই অ্যকশন দৃশ্যগুলোর সাথে থাকবে। সুজিত পরিচালিত এই ছবিটি গানের সুর করছেন নাম করা জুটি শংকর-এহসান-লয় এবং গান লিখেছেন অমিতাভ ভট্টাচারিয়া। এছাড়া সাহোতে ভিলেনের চরিত্রে অভিনয় করছে নীল নিতিন মুকেশ।

29684256_1580835578636287_7086999188065913720_n.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I like this hero so much.... i saw all movies of this hero. And Bahubali series is the most famous movie of him.