Wonder Woman Movie Bangla Review***

in movie •  7 years ago 

wonderwoman-1280-9amembargo-1488818748850_1280w-920x584.jpg
Source

এতদিনে ওয়ান্ডার ওম্যান মুভির কাহিনি কম বেশি সবাই হয়তো জেনে গিয়েছেন। সেজন্য কাহিনির দিকে গিয়ে আমার আজাইরা রিভিউ বড় করবো না। মুভির কাহিনি খারাপ না হলেও খুব বেশি এক্সপেক্টেশন নিয়ে যাওয়ার কারনেই হয়তো তৃপ্ত হতে পারিনি। দুই ঘন্টা পচিশ মিনিট দেখার পরেও মনে হয়েছে মুভি শুরু হতেই শেষ হয়ে গিয়েছে! শেষের দিকে যুদ্ধের দেবতা এরিসকে নিয়ে দেওয়া টুইস্টটা ভালো হলেও হজম করতে কেন যেন খুব একটা কষ্ট হয়নি। রোজা রেখে ফুডকোর্টের মধ্যে দিয়ে হলে যাওয়ার জন্যই মনেহয় এমনটা হয়েছে! ইন্টারভালের কিছু পরেই হঠাৎ হলে ব্ল্যাক আউট হয়েছিল। কারেন্ট চলে গিয়েছিল হয়তো। তো একটু পরে মুভি আবার শুরু হতেই ব্যাক গ্রাউন্ডে সাউন্ড বাজে কিন্তু স্ক্রিনে কিছু নাই! তখন লোকজনের চিৎকারে আনন্দ সিনেমাহলে বসে আয়নাবাজী দেখার কথা মনে পড়ে যাচ্ছিল!

ইনিয়ে বিনিয়ে নেগেটিভিট অনেক কথাই বলেছি। এবার আসি মুভির ভালো দিকগুলোতে। গ্রাফিক্স, অ্যাকশন এবং থ্রিডির কাজ খুবই ভালো ছিল। বিশেষ করে দেবতাদের ফাইটের অ্যানিমেশন আর আগুন জ্বলা রশির (নাম মনে নাই) মুভমেন্ট দেখে চোখ জুড়িয়ে গিয়েছে। তাছাড়া থেমিস্কিরা দ্বীপের ভিউ ছিল ওয়ালপেপার করে রাখার মতো! মুভিতে মজার অনেক কিছুই আছে। তবে মজা পেতে হলে আপনাকে অবশ্যই ডায়লগ ভালোভাবে ফলো করতে হবে। সবার শেষে বলি অভিনয়ের কথা। যদিও এটা আমি খুব ভালো বুঝি না, তবুও বলতে পারি সবাই খুব সুন্দর অভিনয় করেছে। আমার কথার সাথে একমত না হলেও গাল গ্যাডোটকে দেখে আপনি অন্য সবার দোষ-ত্রুটি ক্ষমা করে দিতে বাধ্য! সবশেষে বলতে পারি পয়সা উসুল মুভি! :D

IMDb রেটিং- 8.1
পার্সোনাল রেটিং- 6.5 (আমি কিপটা মানুষ) 😜

#বিশেষ_দ্রষ্টব্য: কাছাকাছি বাসা না হলে, বসুন্ধরায় ওভার প্রাইসড ইফতার করতে না চাইলে এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে সিনেপ্লেক্সে মুভি দেখার সময় সতর্কতা অবলম্বন করুন। যত আগের শো দেখতে পারেন ততই ভালো। ইফতারে আগে অফিস ছুটির টাইমে জাদুর শহর ঢাকার উপর কে যেন কালো জাদু করে রাখে! বাস তো পাওয়াই যায় না, বাস পেলেও জ্যামে বসে থাকতে হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!