কবিতা "বুনো টিয়া"
💘
♡ ♥💕❤
কাঁদো হৃদয় তুমি কাঁদো,
বেদনার অশ্রুজলে সিক্ত করো;
ভুল যে করেছে তার জন্যই তুমি কাঁদো ।
বুকে আমার হিমেল হাওয়া,
শীতার্ত হৃদয়, শীতঘুমে দিন করছে পার একে একে;
তাকে উষ্ণ করো ।
বহুদিন আগে আমি একটি টিয়া পুষেছিলাম,
আমার পাঁজরের অদৃশ্য খাঁচায় তাকে
বন্দী করেছিলাম ।
বহু যত্নে, বহু ভালোবাসায় তাকে
আগলে রেখেছিলাম ।
বুঝিনি কখন আমার বুকের পাঁজর ঠুকরে ঠুকরে,
খাঁচা ভেঙেছে আমার আদরের পোষা টিয়া ।
তারপরে ভালোবাসার অদৃশ্য বলয় ছেড়ে,
উড়াল দিয়েছে সে নীল আকাশের বুকে ।
ফেরাতে চেয়েছি তাকে ।
ভালোবাসার সেই উদগ্র আহবান উপেক্ষা করার
শক্তি আসেনি তার হৃদয়ে ।
ডানা তার অবশেষে শিথিল হলো ।
মুখ ফেরালো সে আমার খাঁচার পানে,
আরো একবার সে বরণ করে নিলো,
তার বন্দীদশা ।
এবার আর তাকে আমি খাঁচায় বন্দী করিনি,
শুধু প্রেম-সোহাগের সূক্ষ সুতায়
তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছি ।
অবশেষে সে পোষ মেনেছে,
বুনো টিয়া আজ আপন হয়েছে ।
হার মেনেছে সে আমার ভালোবাসার কাছে
তার সমগ্র সত্ত্বা ।
আর তাকে বাঁধবো না কোনোদিন,
আটকে রাখবো না খাঁচায়;
অনন্ত ফাগুন সৃজন করে
রাখবো তাকে সেথায় ।
♡ ♥💕❤