সবুজের দেশ আমাদের বাংলাদেশ

in natural •  7 years ago 

আমাদের দেশে এমন কোন জাইগা নাই যে সবুজের সমারহ মিলবে না। যে দিকে তাকাবেন সে দিকেই দেখতে পাবেন সবুজ আর সবুজ। প্রাকৃতিক সুন্দর দৃশ্য। এই সুন্দর দৃশ্য কার না ভল লাগে। তবে গ্রামের মানুষ এই সুন্দর প্রকৃতির ভিতরে বেড়ে ওঠা। তাই গ্রামের মানুষের কাছে সবুজের সমারহ এত মূল্য নাও হতে পারে। কিন্তু যারা জন্ম থেকেই শহরে থাকে এরা সবুজের ছোয়া পাইনি বললে চলে। শহরের মানুষ ৪ দেওয়ালের মাঝে আবদ্ধ।

IMG20180527160933.jpg

শহরের মানুষ যদি গ্রামের এই সুন্দর পরিবেশে যাই তাহলে পাগলের মতো ছুটবে। গ্রামের মানুষ অনেক সহজ সরল ভাবে প্রকৃতির সাথে জিবন কাটাই।আমিও গ্রামের ছেলে। কিন্তু বর্তমানে শহরে থাকি। আমি ২ টার পার্থক্য বুঝি। গ্রামে কত সুন্দর ভাবে মানুষের বসবাস ভাবতেই অবাক লাগে।

IMG20180527160928.jpg

আমি বাঁশ বাগানের কিছু ছবি নিয়ে গ্রামের চিত্র বুঝাতে চেয়েছি।

IMG20180527160317.jpg
আমাদের দেশে বাঁশ বাগান নিয়ে অনেক কবিতা আছে।
সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভাল এবং সুস্ত থাকবেন।
@chuadanga পক্ষ থেকে অনেক ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Bangladesh er sobuj samol ghas ful fol amk e bimugdho kore.ami onk valobasu bangladesh k.

onek dhonnobad

হ্যালো @chuadanga
সম্পূর্ণ ভাইয়ের সাথে আপনার সাথে একমত আমি ভেনেজুয়েলা থেকে এসেছি এবং অনুবাদককে আমার মন্তব্য পাঠাতে সক্ষম হচ্ছি।
আপনি সবুজ একটি পূর্ণ সুন্দর জমি পূর্ণ জন্মায় ভাগ্যবান।
শহরগুলিতে জন্ম নেওয়া মানুষ পাহাড়ে এবং গ্রামাঞ্চলে বাস করা কঠিন মনে করে।
আমি বিশেষ করে এবং শহরে বসবাসের পাশাপাশি এখন পর্বতমালা এবং ক্ষেত্রগুলিতে বসবাস করেছি।
আমি আপনার নিবন্ধ ভালবাসা এবং পোস্ট করার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা

Hola
Totalmente de acuerdo contigo hermano. Soy de Venezuela y utilizo el traductor para poder hacerte llegar mi comentario.
Tienes la suerte de haber nacido en una tierra muy bella y llena de verde.
A las personas nacidas en las ciudades se les hace díficil vivir en las montañas y en el campo.
Yo en lo particular y a pesar de vivir en la ciudad actualmente también en vivido en montañas y campos.
Me encanta tu artículo y gracias por publicar.
Saludos

thank you so much...

Beautigul bamboo tree. Really liked the fresh and evergreen plant. Though didn t understand the writing but the picture is great.

গ্রামের মানুষ অনেক সহজ সরল ভাবে প্রকৃতির সাথে জিবন কাটাই।