সময়ের শ্রুতে হারিয়ে যাচ্ছে হাজারো প্রানী

in nature •  6 years ago 

সময়ের শ্রুতে হারিয়ে যাচ্ছে হাজারো প্রানী
ছোট্রবেলা দেখতাম রং বাহারি হরেক রকম প্রজাপ্রতি। manobkantha.com_-16.jpgsource
যারা ঝাঁকে ঝাঁকে উড়তো। খু্ব ভালো লাগতো। আর অনেক প্রজাপ্রতিকে মেরেও ফেলতাম। প্রজাপ্রতি নিয়ে খেলা করতাম। কিন্ত আজ এ প্রানী প্রায় বিলুপ্ত।
আবার বৃষ্টি না হলেই শুনতাম ব্যাঙের ডাক। 1470181277_2.jpgsource
মা বলতো ব্যাঙের গলা শুকিয়ে গেছে বৃষ্টি আসবে, দু এক দিনের মধ্য। কিন্ত এখন সেই ডাকটি এক প্রকার অপরিচিত হয়েই উঠেছে।
কারন এখন যে আবহাওয়া তা ওদের জন্য বসবাসের উপযোগী নয়। আর এই অবস্থার জন্য তো আমরাই দায়ী তাই না? আমরা প্রতিনিয়ত ই পরিবেশ দূষন করছি করছি বায়ু দূষন। যা ধীরে ধীরে আমাদের আয়ু কাল ও কমিয়ে দিচ্ছে। তাই এখনো সময় আছে আমরা নিজেরা পরিবেশ দূষন না করে অন্য প্রানীদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা পৃথিবী দিয়ে যাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রামে চলে যান, কিছুটা ছোটবেলায় ফিরে যেতে পারবেন

You got a 3.29% upvote from @moneymatchgaming courtesy of @bangladesh71! Please consider upvoting this post to help support the MMG Competitive Gaming Community.

You got a 6.67% upvote from @bpclan courtesy of @bangladesh71!

You just received a 11.72% upvote from @honestbot, courtesy of @bangladesh71!
WaveSmall.gif

You just rose by 44.0% upvote from @getkarma courtesy of @bangladesh71

একদম সটিক কথা ভাই,ছোটবেলার সেই সময় গুলা অনেক স্বাদের ছিলো,আর এখন একটু স্বাদ হলে ও সেই স্বাদে অনেক বেজাল,এর একটাই কারন, দেশ,পৃথীবি, সব জানুয়ারদের দখলে।

In the fight of Humans vs Bots, @megabot defended you with 25.03% upvote courtesy of @bangladesh71!

Support @Megabot by delegating SP to the bot and get a part of 98% of @Megabot's profit.

Direct delegation links : 10 SP || 50 SP || 100 SP || 500 SP || 1000 SP || Any other amount of SP

Join our discord group here.

Thank You !

You got a 21.80% upvote from @steembloggers courtesy of @bangladesh71!