প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আমাদের ভারত বর্ষের অন্যতম একটি জায়গা হলো GOA
যেমন মনোরম দৃশ্য তেমনি মনোরম আবহাওয়া, মানসিক শান্তির পর্যবেক্ষণ কেন্ত্রও বলা যেতে পারে।
সমগ্র বিশ্বব্যাপী জুড়ে মানুষের আগমন রয়েছে এই খানে, হাজারো মানুষের স্বপ্নের জায়গাও বলা যেতে পারে GOA, সুযোগ পেলে একবার ঘুরে আসতে পারেন এই স্তান থেকে, বলতে পারি যে স্বপ্নের ডাইরিতে লেখা জীবন কাহিনী আরো অনেক সুন্দর হয়ে ফুটবে।