আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।গত পর্বে জোহান ড্রিম ভ্যালি পার্ককে ঘুরাঘুরি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে ঘুরাঘুরির বাকি অংশটুকু তুলে ধরলাম।
দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে রেস্ট নেওয়া হয়ে গেল এরপর আবার ঘুরতে বের হয়ে গেলাম। গত পর্বে আমি বলেছিলাম পার্কটি অনেক বড় প্রায় ১০০ বিঘার উপরে। ভিতরে ঘুরার জন্য কোন যানবাহনের ব্যবস্থা নাই পায়ে হেঁটে ঘুরতে হবে। এত বড় পার্ক পায়ে হেঁটে সম্পূর্ণটা ঘুরা সম্ভব না। এরপর আমি চলে গেলাম যেখানে চিড়িয়াখানা আছে ওই জায়গাটিতে। আমি আমার ব্যক্তিগত সমস্যার কারণে চিড়িয়াখানার ভেতরে ঢুকি নাই কিন্তু আশেপাশে সব কিছু ভালোভাবে ঘুরে দেখেছি এবং নিজে ফটোগ্রাফি করেছি।
পাশে একটি ফুলের বাগান ছিল বাগানের ফুল গাছগুলো পার্ক কর্তৃপক্ষ অনেক সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে যা দেখলে যে কোন মানুষের মন ছুয়ে যাবে। ফুল কার না ভালো লাগে।
পার্কটি যেহেতু অনেক বড় আমার পক্ষে হেঁটে সব জায়গা ঘুরা সম্ভব হয়নি। আমি আমার পছন্দমত জায়গা গুলোতে ঘুরেছি এবং দেখেছি। তার পাশে একটি ঝর্ণা ছিল আমি সেখানে গেলাম ঘুরলাম এবং নিজে ফটোগ্রাফি করলাম।
এছাড়াও আরো অনেক রাইড ছিল। আমি কয়েকটায় উঠেছি এবং অনেক মজা করেছি। থ্রিডি মুভি দেখার ব্যবস্থা রয়েছে পার্কের মধ্যে। আমি থ্রিডি মুভি দেখেছিলাম তবে এটা ছোটদের জন্য না যারা এডাল্ট তাদের জন্য কারণ মুভিটা অনেক ভয়ংকর ছিল। এরপর বিকেলে পার্কের ক্যান্টিনে নাস্তা করলাম। এরপর আবার একটু ঘুরাঘুরি করলাম এবং সন্ধ্যার আগেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
পার্কটি অনেক সুন্দর। ফ্যামিলি সহ আপনারা যেতে পারেন এবং নিরিবিলি মনোরম পরিবেশে প্রকৃতির সাথে সময় কাটাতে পারবেন। এছাড়াও দেখার মত অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। চাইলেই আপনারা ঘুরে আসতে পারেন জোহান ড্রিম ভ্যালি পার্ক থেকে।। ধন্যবাদ সবাইকে। 😍