বিগত ২০০ বছরে এমন শিলা বৃষ্টি নাকি আমার দাদুও দেখে নাই

in nature •  7 years ago 

31265377_933247373523671_1528836885307866991_n.jpgবিগত ২০০ বছরে এমন শিলা বৃষ্টি নাকি আমার দাদুও দেখে নাই।আমি নিজেও এমন শিলা বৃষ্টি দেখে ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম।এলাকার সবার ধান ক্ষেতের ৩/৪ ধান পড়ে গেছে।আমাদের ৪টা ধান ক্ষেতের পাশে বসে তো বাবা নিজেই কান্না করে দিছে।পুরো গ্রামের মানুষ তাদের ধান ক্ষেত দেখেই কান্না করতাছে।আম,অনেকের টিনের চালা,করোও লিচু বাগান সবই ১০-১৫ মিনিটের শিলা বৃষ্টিতে মুষড়ে গেছে।পুরো গ্রামের মানুষের ভিতর হতাশার ছাপ ফুটে রয়েছে।

Allah plz save our village ☺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!