দেশে সক্রিয় মোবাইল ফোন সংযোগ সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে

in network •  7 years ago  (edited)


দেশে সক্রিয় মোবাইল ফোন সংযোগের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়ে গেছে বলে সর্বশেষ প্রকাশিত তথ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারের এ চিত্র উঠে এসেছে।

সেপ্টেম্বরে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সংযোগ সংখ্যা ৬ কোটি ৩৮ লাখে পৌঁছেছে। আগস্টে অপারেটরটির সংযোগসংখ্যা ছিল ৬ কোটি ৩১ লাখ। রবির গ্রাহকের সংখ্যা ৪ কোটি ১২ লাখে দাঁড়িয়েছে। আগস্টে প্রথমবারের মতো ৪ কোটি ছাড়িয়ে যায় অপারেটরটির সংযোগ সংখ্যা। গত জুলাইতে মুঠোফোন অপারেটর রবি ও এয়ারটেল আনুষ্ঠানিকভাবে একীভূত (মার্জার) হয়।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে মোবাইল ফোনের সক্রিয় সংযোগ বা সিম সংখ্যা ১৪ কোটি ৭ লাখ। একই সময় মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে দেশে সক্রিয় সিমের সংখ্যা বেড়েছে ৩৭ লাখ। আগস্টে সক্রিয় সিম ছিল ১৩ কোটি ৯৩ লাখ। সেপাটেম্বরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২১ লাখ।

সংযোগ সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা বাংলালিংকের সংযোগ সংখ্যা বৃদ্ধি পেয়ে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লাখ। আগস্টে সংযোগ সংখ্যা ছিল ৩ কোটি ২২ লাখ। তবে সরকারের মালিকানাধীন অপারেটর টেলিটকের সংযোগ সংখ্যায় তেমন কোনো পরিবর্তন হয়নি। সেপ্টেম্বরে এর সংযোগ সংখ্যা মাত্র কয়েক হাজার বেড়ে ৩২ লাখ ৪১ হাজারে পৌঁছেছে। আগস্টে সংযোগ সংখ্যা ছিল ৩২ লাখ ৩৪ হাজার।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৮ লাখ। জুলাই মাসে ছিল ৭ কোটি ১৮ লাখ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Great news, thanks.

welcome :)

Thanks for your informactoion.

welcome :D

I love this news

vai ami vote dilam apni ki amake dieasen ? please don't mind. My link https://steemit.com/@habib1978

That's a informative post

Omg!! When i been bd i see every single person using mobile device so question is who isn't started yet???😳

দেশে মোবাইল ফোন সংযোগের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়ে গেছে⛽⛽⛽

Let me post your post very well and post it better

Turning point of all.