সমগ্র বিশ্বে ২০১৭ সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিলিয়নিয়ার অর্থাৎ শত কোটি ডলারের মালিক মোট ২০৪৩ জন। তাদের মধ্যে চীন দেশেই বিলিয়নিয়ার এর সংখ্যা সবচেয়ে বেশি। সমগ্র বিশ্বে ২০৪৩ জন বিলিয়নিয়ার এর মধ্যে ৫৯৪ জন চীন থেকে এবং ৫৩৫ জন বিলিয়িনিয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট। তবে ২০৪৩ জন বিলিয়নিয়ার এর মধ্যে বাংলাদেশের আছেন ১জন যার নাম "সালমান এফ রহমান”।
১। এশিয়া মহাদেশঃ মহাদেশ গুলোর মধ্যে এশিয়াতে বিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। সমগ্র বিশ্বের ২০৪৩ জন বিলিয়নিয়ার এর মধ্যে ৭১৯ জনই এশিয়া মহাদেশের। আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন “ওয়াং জিয়ানলিন”। তিনি চীন দেশের। তার মোট সম্পত্তির পরিমান ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার।
২। উত্তর আমেরিকা মহাদেশঃ বিলিয়নিয়ারের মধ্যে মহাদেশ গুলোর তুলনায় ৬৩১ জন বিলিয়নিয়ার নিয়ে দিতীয় অবস্থানে আছেন উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন “জেফ বেজোস”। তিনি আমেরিকা দেশের। তার মোট সম্পত্তির পরিমান ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার।
৩। ইউরোপ মহাদেশঃ ৫৫৯ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন “আমানসিও ওর্তেগা”। তিনি স্পেন দেশের। তার মোট সম্পত্তির পরিমান $ ৭৪.১ বিলিয়ন।
৪। দক্ষিন আমেরিকা মহাদেশঃ ৮৫ জন বিলিয়নিয়ার নিয়ে চতুর্থ অবস্থানে আছে দক্ষিন আমেরিকা মহাদেশ। এমহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন “জর্জ পাওলো লাম্যান”। তিনি ব্রাজিল দেশের নাগরিক। তার মোট সম্পত্তির পরিমান ২৮.৫ বিলিয়ন মার্কিন ডলার।
৫। ওশেনিয়া মহাদেশঃ ৩৫ জন বিলিয়নিয়ার নিয়ে পঞ্চম অবস্থানে আছেন ওশেনিয়া মহাদেশ। এমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন মহিলা যার নাম “জিনা রেনহার্ট”। তিনি মুলত অস্ট্রেলিয়ান নাগরিক। তার মোট সম্পত্তির পরিমান ১৮ বিলিয়ন মার্কিন ডলার।
৬। আফ্রিকা মহাদেশঃ ২৫ জন বিলিয়নিয়ার নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে আফ্রিকা মহাদেশ। এমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন “আলিকো ডাঙ্গোট”। তিনি নাইজেরিয়া দেশের বাসিন্দা। তার মোট সম্পত্তির পরিমান ১৪.২ বিলিয়ন মার্কিন ডলার।
কোন কোন দেশে কত জন বিলিয়নিয়ার আছে এবং দেশের সর্বোচ্চ ধনী ভ্যক্তিবর্গঃ
চীন দেশে বিলিয়নিয়ারের সংখ্যা সব চেয়ে বেশি। সমগ্র বিশ্বে ২০৪৩ জন বিলিয়নিয়ারের মধ্যে চীন দেশে আছে ৫৯৪ জন। ৫৩৫ জন বিলিয়নিয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ১১৪ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছেন জার্মানি। ১০১ জন বিলিয়নিয়ার নিয়ে চতুর্থ অবস্থানে আছে ইন্ডিয়া। ৯৬ জন বিলিয়নিয়ার নিয়ে পঞ্চম অবস্থানে আছে রাশিয়া। বাকি অংশ দেখুন নিচে।
ওয়াল্ড রেংকিং
দেশের নাম
বিলিয়নিয়ার সংখ্যা (২০১৭)
দেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি
১ চীন ৫৯৪ ওয়াং জিয়ানলিন
২ মার্কিন যুক্তরাষ্ট্র ৫৩৫ জেফ বেজোস
৩ জার্মানি ১১৪ বিট হিশর এবং কার্ল আলবার্চ্ট জুনিয়র
৪ ভারত ১০১ মুকেশ আম্বানি
৫ রাশিয়ার ৯৬ লিওনিড মিক্সেলসন
৬ হংকং ৬৭ লি কে-শিং
৭ যুক্তরাজ্য ৫৪ হিন্দুজা পরিবার
৮ ব্রাজিল ৪৩ জর্জ পাওলো লাম্যান
৯ ইতালি ৪২ মারিয়া ফ্রাঙ্কো ফিসোলো
১০ কানাডা ৩৯ ডেভিড থমসন
১১ ফ্রান্স ৩৮ বার্নার্ড অ্যারানাল্ট
দক্ষিণ কোরিয়ার ৩৮ লি কুঁ-হেই
১৩ সুইজারল্যান্ড ৩৬ আর্নেস্তো বারত্তরেলি
১৪ অস্ট্রেলিয়া ৩৩ জিনা রেনহার্ট
জাপান ৩৩ মাসাইশী পুত্র
১৬ সুইডেন ৩১ স্টিফান পারসন
তাইওয়ান ৩১ টেরি গৌ
১৮ তুরস্ক ২৯ মুরাত Ülker
১৯ স্পেন ২৫ আমানসিও ওর্তেগা
২০ সিঙ্গাপুর ২১ রবার্ট এবং ফিলিপ এনজি
২১ ইন্দোনেশিয়া ২০ রবার্ট বডি হার্টনো
থাইল্যান্ড ২০ চরন সিরাজউদ্দিনভাকদি
২৩ ইজ্রায়েল ১৮ ইয়াল অফের
২৪ মেক্সিকো ১৫ কার্লোস স্লিম হেলু
২৫ ফিলিপাইন ১৪ হেনরি সি
নরওয়ে ১৪ ওদ রেইটান
২৭ চিলি ১২ আইরিস ফন্টবোনা
মালয়েশিয়া ১২ রবার্ট কুওক
২৯ নেদারল্যান্ডস ১০ শার্লেন দে কার্ভালোহো-হাইনকেেন
সৌদি আরব ১০ প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলস
৩১ অস্ট্রিয়ার ৮ ডিট্রিচ মাত্তচিটজ
আয়ারল্যান্ড ৮ পলনজি মিস্ত্রির
দক্ষিণ আফ্রিকা ৮ নিকি ওপেনহাইমার
৩৪ আর্জেন্টিনা ৭ আলেজান্দ্রো বুলগেরনি
মিশর ৭ নাসিফ সাওরিস
ফিনল্যান্ড ৭ এন্টি হেরলিন
৩৭ সাইপ্রাস ৬ জন ফ্রেডরিক্সেন
চেক প্রজাতন্ত্র ৬ পেটার কেল্লার
ডেনমার্ক ৬ কেজড কার্ক ক্রিশ্চিয়ানসেন
ইউক্রেন ৬ রনাত আখমতোভ
৪১ কাজাকিস্তান ৫ বুল্যাট উটমুরটভ
পেরু ৫ কার্লোস রদ্রিগেজ-পালক
সংযুক্ত আরব আমিরাত ৫ মজিদ আল ফুতাইম
৪৪ কুয়েত ৪ ব্যাশাম এবং কুতেয়বা আলগনাম
লেবানন ৪ নাজিব ও তাহা মিকাতি
মন্টানা ৪ টাটিয়াকা ক্যাসিরাগী
পোল্যান্ড ৪ ডমিনিকা এবং সেবাস্টিয়ান কুলসিকি
পর্তুগাল ৪ আমেরিকো আমুরিম
৪৯ কলম্বিয়া ৩ লুইস কার্লোস সারমাইন্টো
গ্রীস ৩ ফিলিপ নাইরকোস
মরোক্কো ৩ ওথমান বেঞ্জামিনন
নাইজেরিয়া ৩ আলিকো ডাঙ্গোট
ওমান ৩ সুহাইল বাহানান
৫৪ বেলজিয়াম ২ আলবার্ট ফ্রেইরে
নিউজিল্যান্ড ২ গ্রীম হার্ট
সেন্ট কিটস ও নেভিস ২ জ্যাকি জু
ভেনিজুয়েলা ২ জুয়ান কার্লোস এসকোটেট
ভিয়েতনাম ২ ফাম নাৎ ভুং
৫৯ আলজেরিয়া ১ ইস্যাদ রিব্যাব
এঙ্গোলা ১ ইসাবেল দস সান্তোস
বাংলাদেশ ১ সালমান এফ রহমান
জর্জিয়া ১ বিজেনা ইভানিশভিলি
গর্নেস ১ স্টিফেন ল্যান্সডাউন
আইসলণ্ড ১ থোর বজরগোলসসন
জর্ডান ১ জিহাদ আল মনসীরে
লিচেনস্টাইন ১ ক্রিস্টোফ জেলার
ম্যাকাও ১ হৈ কনি হং
১ বিনোদ চৌধুরী
রোমানিয়া ১ আইওন Ţiriac
স্লোভাকিয়া ১ ইভান চেরনো
সোয়াজিল্যান্ড ১ নাথান কিশ
তানজানিয়া
১
মোহাম্মদ দিব্য
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://showmypc.com/?ref=header
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit