ভালবাসার তালে তালে চলব
দুজন এক সাথে। কাছে এসে পাসে
বসে মন রাখ আমার মনে। শপ্ন দেখ্ব
দুজন মিলে, ঘর কর ছি এক সাথে। আর
কি লাগে প্রিথিবিতে??? বউ আনব
ভালবেসে।
তোমার মুখের হাসি টুকু লাগে
আমার ভালো,তুমি আমার ভালবাসা বেঁচে
থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে আমার
আছ তুমি,তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।