আমার ব্যবসা প্রতিষ্ঠান। তারিখ: ২৯-০১-২০২৫

in newcomer •  9 days ago 

আসসালামুআলাইকুম

সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম। রেডি হয়ে সকালের নাস্তা করে নিলাম। আমার একমাত্র ছেলে শারাফাত হোসেন সাব্বির তাকে স্কুলে নিয়ে যেতে হবে। তার স্কুলের এসেম্বলি শুরু হয় সকাল ৮টা ৪৫ মিনিটে। আমি সকাল সাড়ে আটটার মধ্যে আমার ছেলেকে নিয়ে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তাকে স্কুলে পৌঁছায় দিয়ে সকাল নয়টার মধ্যে আমি আমার কারখানায় চলে আসলাম। আজকে আমার একটি ঢালাই মালের গাড়ি লোড হচ্ছে। কারখানায় এসে দেখি কারখানার শ্রমিকরা গাড়ি লোডে ব্যস্ত।

IMG_4862.jpeg

গাড়ি লোড দিতে দিতে এর মধ্যে আরো কয়েকটি জায়গা থেকে আলমসাধুতে করে আমার কারখানায় মাল এসেছে। কারখানায় যখন মাল এসেছে তখন কারখানার শ্রমিকরা গাড়ি লোড বন্ধ করে দিয়ে সেই সকল মালগুলো সঠিকভাবে বুঝে নিয়ে আনলোড করছিল। আজকে আমার কারখানায় শ্রমিক কম। কারন আমি দুইজন শ্রমিককে অন্য একটি দোকানে পাঠিয়েছি মাল তুলে নিয়ে আসার জন্য। আলমসাধুর মাল আনলোড করা হয়ে গেলে তারা আবার গাড়ির লোডের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমার কারখানার এই শ্রমিকরা শারীরিকভাবে অনেক কষ্ট করে আজকে এই গাড়িটি লোড দিচ্ছে। দুপুর একটার মধ্যে আমার গাড়ি লোড শেষ হয়ে যায়। গাড়ি লোড শেষ হয়ে গেলে খুব দ্রুতই গাড়িটি বেঁধে আমার কারখানা থেকে যশোরের উদ্দেশ্যে গাড়িটি রওনা করে।

IMG_4861.jpeg

IMG_4863.jpeg

আজকে আমি যে গাড়িটি লোড করেছি এই গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট ১৬-৮৬৮৯। এই গাড়িটি যাবে যশোর রাজারহাটে অবস্থিত একটি ঢালাই কারখানায়। কারখানায় যাওয়ার পর এই মালগুলো প্রসেসিং করে গলিয়ে আবার বিভিন্ন ধরনের নতুন মাল তৈরি করা হয়। আজকের এই গাড়িতে ১৬৫৬০ কেজি মাল গিয়েছে। আজকের মিল রেট অনুযায়ী প্রতি কেজি মালের দর ৬১ টাকা ৭৫ পয়সা করে। আমার প্রতিষ্ঠান থেকে যশোর রাজারহাটের দূরত্ব ৫০ থেকে ৫৫ কিলোমিটার এর মধ্যে। আশা করি রাত আটটা থেকে নয়টার মধ্যে সেখানে মাল আনলোড করে আমার গাড়িটি আবার রিটার্ন চলে আসবে ইনশাআল্লাহ। এই গাড়িতেই আবার কালকে ঢাকার উদ্দেশ্যে লোহা লোড দিব।

IMG_4866.jpeg

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.