আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।
একদিনের বৃষ্টি বিলাস। বৃষ্টি দেখতে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। খুব ছোটবেলা থেকেই আমার বৃষ্টি ভালো লাগে। ছোটবেলায় বৃষ্টিতে কত যে ভিজেছি তার কোন হিসেব নেই। বৃষ্টিতে বেশি ভিজার জন্য মার হাতে অনেক বকুনিও খেয়েছি। এখন বড় হয়ে গিয়েছি সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে।
সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ খুব মেঘাচ্ছন্ন এবং সেই সাথে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে নিলাম। নাস্তা শেষ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে তারপরও কিছু করার নেই আমার প্রতিষ্ঠানে যেতেই হবে। মোটরসাইকেল নিয়ে হেলমেট পড়ে আমার বাসা থেকে প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
অল্প কিছুক্ষণের মধ্যেই আমার প্রতিষ্ঠানে চলে আসলাম। আমি আমার প্রতিষ্ঠানে পৌঁছানোর পর কিছু ব্যবসাহিক কাজ করলাম। কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকলো। বৃষ্টি বেড়ে গেলে তো আর কিছু করার নাই। বৃষ্টি দেখে আমার বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছা করছিল কিন্তু আমার হালকা জ্বর এবং ঠান্ডা থাকার কারণে আমি বৃষ্টিতে ভিজলাম না। বৃষ্টি হওয়ার কারণে আমার প্রতিষ্ঠানে আজকে তেমন কোন কাজ ছিল না। শুয়ে বসে কর্মচারীদের সাথে খোশ গল্প করেই সময় কাটাচ্ছিলাম।
দুপুরের খাওয়া দাওয়া করার পরে একটু বৃষ্টি কমেছিল। সেই ফাঁকে আমি ব্যবসায়িক কাজে আরেকটি জায়গায় গিয়েছিলাম। ব্যবসায়িক কাজে আমি যে জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় বৃষ্টির জন্য আবার আটকে গেলাম। বৃষ্টির মধ্যে ওই জায়গায় বসে আমার ব্যবসাহিক বন্ধুর সাথে গল্প করলাম, আড্ডা দিলাম, চা খেলাম বৃষ্টি কমার পর আমি ওইখান থেকে চলে আসলাম।
সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে এই বৃষ্টি বন্ধ হওয়ার কোন সম্ভাবনাই নেই বলেই মনে হচ্ছে। আমার প্রতিষ্ঠানের সামনেই একটি চায়ের দোকান আছে। বৃষ্টির মধ্যে সেই দোকানে বসে আশেপাশের অনেক লোকজন সময় কাটাচ্ছিল। পাশে আরো দুইটি ফাঁকা জায়গা ছিল সেখানেও লোকজন বসে তাদের সময় কাটাচ্ছিল। কিছুক্ষণ পরপর বৃষ্টির মধ্যে ছাতি মাথায় দিয়ে কিছু লোকজন তাদের কাজে যাচ্ছিল। এছাড়াও কেউ ভ্যানে করে,কেউ ইজিবাইকে করে,কেউ মোটরসাইকেলে করে,যার যার গন্তব্যে যাচ্ছিল। বৃষ্টির মধ্যে এভাবেই শুয়ে বসে সারাদিনটা আমি বৃষ্টি বিলাস করে কাটিয়ে দিলাম।
প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
I use for photography and work:
মোবাইল | I phone 12 pro max | ফটোগ্রাফার | @najmulislam10 |
---|---|
লোকেশন | ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা | বাহিরে |