আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।
বহুল আলোচিত বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশি পেসার হাসান মাহমুদ এর আগুনঝরা বোলিংয়ে দিশেহারা হয়ে যায় ভারতীয় টপ অর্ডার। দিনের ষষ্ঠ ওভারে দলীয় ১৪ রানে আউট হন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি হাসান মাহমুদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান। লাইন লেন্থ ঠিক রেখে বল করা বাংলাদেশি পেসার হাসান মাহমুদ একে একে শুভমান গিল ও বিরাট কোহলির উইকেটও তুলে নেন। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
শুরুর সেই চাপ সামাল দেন ভারতীয় ওপেনার জয়সওয়াল ও উইকেট কিপার ব্যাটার রিশাব পান্ট। তিন উইকেটে ৮৮ রান সংগ্রহ করে লাঞ্চে যায় ভারত। লাঞ্চের পর আবারো হাসান মাহমুদ এর আঘাত। এবার সেট ব্যাটসম্যান রিশাব পান্টকে আউট করে ৪ উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। জয়সওয়াল ও লোকেশ রাহুল দেখে শুনে খেলতে থাকেন। বাংলাদেশী পেসার নাহিদ রানার গতির কাছে পরাস্ত হন জয়সওয়াল। এরপরের ওভারেই মেহেদী হাসান মিরাজের বলে আউট হন লোকেশ রাহুল। ১৪৪ রানের ৬ উইকেট হারিয়ে দিশেহারা ভারত। সেখান থেকে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন রাবিচন্দ্র আশ্বিন ও রাবীন্দ্র যাদেজা।
এই দুইজন মিলে সপ্তম উইকেটে ১৯৫ রানের জুটি করে অপরাজিত রয়েছেন।রবিচন্দ্র আশ্বিন তার ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। দিনশেষে তিনি ১০২ রানে এবং রবীন্দ্র জাদেজা ৮৬ রানে অপরাজিত আছেন।বাংলাদেশকে কোন প্রকার চান্স না দিয়ে হেসে খেলেই ছয় উইকেটে ৩৩৯ রান করে দিন পার করে দেন এই দুই ভারতীয়।
প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit