নব্বই এর দশকে সনি প্রথমবারের মতো কুকুরসাদৃশ্য রোবট আইবো বিক্রি করে সবার মাঝে সারা ফেলে দিয়েছিল। অনেক বছর পেরিয়ে গেলেও সনি আইবোকে ভুলে যায়নি। এমনটাই গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে জানা গেছে, সনি আগামী নভেম্বর মাসে নতুন একটি রোবটের ঘোষণা দিতে যাচ্ছে। তবে এবার শুধুমাত্র খেলার জন্যই নয়, রোবটটি ঘরের স্মার্ট ডিভাইসও নিয়ন্ত্রণ করতে পারবে। দৌড়-ঝাঁপে উন্নতি ছাড়াও নতুন রোবটটিতে ইন্টারনেট সংযোগ ও থাকবে।
তবে আইবো ব্র্যান্ডেই রোবটটি বাজারে আনা হবে কিনা তা জানা যায়নি। রোবটটি এর আগে তারা ২ হাজার ৫০০ মার্কিন ডলারে বিক্রি করেছে।
তবে এবার এর দাম কত নির্ধারণ করা হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।