মিয়ানমারের রাখাইন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে গত ৯ মাসে ১৬ হাজার শিশু জন্ম নিয়েছে।
বাড়ি-ঘর থেকে পালিয়ে আসা নির্যাতনের শিকার রোহিঙ্গা মায়েরা ভয়ঙ্কর এক পরিবেশে প্রতিদিন ৬০ জন শিশু জন্ম দিচ্ছেন বলে জানিয়েছেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেইগবেডার।
৯ মাস আগে মিয়ানমারের রাখাইনে ভয়াবহ নির্যাতনের মুখে বাংলাদেশে হাজারো-লাখো রোহিঙ্গা পালিয়ে আসেন। গর্ভবতী নারীদের জন্য এ অবস্থা ছিল ভয়ানক। বিশেষ করে যৌন সহিংসতায় বেঁচে থাকা ব্যক্তিদের জন্য। দেশে বর্তমানে যে পরিমাণ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তার সংখ্যা ভুটানের জনসংখ্যার তুলনায় বেশি। ভুটানে মাত্র ৮ লাখ মানুষের বাস। আর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে।
গত বছরের আগস্টে রাখাইনে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। সেখানকার মুসলিম নারীদের ওপর বিভিন্ন রকমের যৌন সহিসতা ও নির্যাতনের ঘটনাও ঘটে।
নির্যাতন ও ও সহিংসতা থেকে বেঁচে যাওয়া নারী ও তরুণীদের জন্য এসব ছিল ভয়াবহ অভিজ্ঞতা। বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে পুরুষদেরর তুলনায় নারীদের অবস্থা আসলেই বেশ খারাপ। এসব নারী ও মেয়ে শিশুদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন। তবে কলঙ্ক এবং অতিরিক্ত নিপীড়নের ঝুঁকির কারণে তারা এগিয়ে আসতে পারে না।