The mirror land of the earth

in news •  5 years ago 

বিশাল আয়নার মতো দেখতে এই জায়গাটির নাম সালার দি ইউনি। বলিভিয়ায় অবস্থিত চমকপ্রদ এই প্রাকৃতিক অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ লবণ সমভূমি. Screenshot_20191021-201153.png বলিভিয়ার অন্তর্ভুক্ত আলতি প্লানো মালভূমির একটি অংশ সালার দি ইউনি , অতীতে এই অঞ্চলটি সমুদ্রের নিচে ছিল । আন্দিজ পর্বতমালা গঠনের সময় এই অঞ্চলে ভূমির সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার উপরে উঠে যায়। Screenshot_20191021-201202.png এরপর ঠিক 30 থেকে 42 বছর আগে এখানে তৈরি হয় লেক মিনচি নামের এক বিশাল রদ । Screenshot_20191021-201214.png কয়েক হাজার বছরের বিবর্তনের এই লেকের পানি শুকিয়ে এখানে জমা হয় লবণ সহ বিভিন্ন প্রকার খনিজ উপাদান। বর্তমানে সালাদ ইউনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12 হাজার ফুট উপরে অবস্থিত এবং এর আয়তন 10 হাজার 582 বর্গ কিলোমিটার। Screenshot_20191021-201300.png বর্ষাকালে এখানে বৃষ্টির পানি হয়ে জমা হয় পৃথিবীর সবচেয়ে বড় আয়না। বিস্তীর্ণ চমৎকার তৈরি হয় আয়নায় আকাশের প্রতিবিম্ব দেখা যায়। সালার দি ইউনি সুন্দর পিপাসুর জন্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে একটি ব্যাপক জনপ্রিয়তা ভ্রমণ স্থান। এখানে ঘুরতে চাইলে নিকটবর্তী শহর থেকে নির্ধারিত গাড়ি ভাড়া করে রাখতে হয়। প্রতিদিন গাড়ি ভর্তি প্রায় 200 টি গাড়ি এখানে নিয়মিত ঘুরতে আসে। শালার দি ইউনি এর মধ্যকার একটি ছোট দ্বীপ রয়েছে। এইসব দ্বীপগুলোর থেকে মন ভরে শালার দি ইউনি আয়না ভূমির দৃশ্য দেখা যায়। Screenshot_20191021-201418.png বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই স্থান দেখার জন্য এখানে আসে এবং এখানে থাকার জন্য এখানে আছে বিভিন্ন প্রকার হোটেল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হোটেল হলো প্যালাসিও দেশাল জার অর্থ হল লবণের প্রাসাদ। 2007 সালে গড়ে তোলা এই হোটেলটি আক্ষরিক অর্থে রাবণের প্রাসাদ কারণে ওই টেন এর সকল কিছু তৈরি হয়েছে লবণের লবণ দিয়ে। Screenshot_20191021-201454.png সালার দি ইউনি শুধু পর্যটকদের লীলাভূমি নয় এটা মূলত একটা উন্মুক্ত খনি, স্থানীয় আয়মারা গোষ্ঠী এখানকার লবণ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। ধারণা করা হয় শালার দি উনিকে 11 কোটি টন লবণ আছে। শুধু না বললা ধারণা করা হয় পাশাপাশি এই খনিতে পাওয়া যায় বিপুল পরিমাণ লিথিয়াম ধাতু , আমাদেরই স্মার্টফোন থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ এবং ব্যাটারি তৈরিতে লিথিয়াম ব্যবহার করা হয়, সালার দি ইউনি এ প্রায় 90 লক্ষ টন লিথিয়াম মজুত আসে প্রায় সমগ্র পৃথিবীতে থাকা লিথিয়ামের অর্ধেক।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!