ভারত মহাসাগরের বিশেষ অংশ হলো লোহিত সাগর। বিশ্বের প্রায় 10 শতাংশ সমুদ্র বাণিজ্য হতে থাকে। এশিয়া ও আফ্রিকার মহাদেশকে পৃথক করেছে লোহিত সাগর। সাগর টিম ভারত মহাসাগরের একটি অংশ এই সাগর টির আয়তন প্রায় 4 লক্ষ 38 হাজার বর্গ কিলোমিটার। লম্বাটে সাগরতীর দৈর্ঘ্য প্রায় 1800 কিলোমিটার প্রস্থ মাত্র 300 কিলোমিটার। লোহিত সাগরের দুই পারে 6 টি দেশের অবস্থা শাবুদ্দিন পুরো ভরে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিমপাড়ার দেশগুলো হলো সুদান ইরিত্রিয়া ও জিবুতি। লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাব এল মান্দেব প্রণালী এডেন উপসাগর। এই প্রণালী উপসাগরের মাধ্যমে লোহিত সাগর ভারত মহাসাগর এর সাথে যুক্ত হয়েছে, অন্যদিকে স্বাগতিক দক্ষিণ পাশে রয়েছে সিনাই উপদ্বীপ, সিনাই উপদ্বীপের পূর্ব দিকে উপসাগর এবং পশ্চিম দিকে আকাবা উপসাগর এর অবস্থান। লোহিত সাগরের গড় গভীরতা 1600 এবং সাগরের মাঝে বরাবর এর সর্বোচ্চ গভীরতা প্রায় 1200 ফুট। লোহিত সাগরের প্রায় 44 ভাগ হল অগভীর সমুদ্র। সমুদ্রের এইসব অগভীর স্থানকে মহীসোপান বলা হয় আর তাই সমুদ্র থেকে মহীসোপানের পানির ধরন একটু ভিন্ন আর এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক জলজ উদ্ভিদ বসবাস করে। এই সাগরের উপরে এবং নিচের অংশ সৌন্দর্যকে বৃদ্ধি করে এখানে তৈরি হয়েছে বিভিন্ন পর্যটক ব্যবস্থা। লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে সুয়েজ খাল তাছাড়াও সমুদ্রপথে এশিয়া সাথে ইউরোপের যোগাযোগব্যবস্থা সুন্দরতম করার জন্য এইখানে ব্যাপক ব্যবহার হয়ে থাকে, লোহিত সাগরের ব্যবহার গুরুত্ব এতটাই দিয়েই এই সাগরের মধ্য দিয়ে বৃষ্টি দেশ তাদের বাণিজ্য ও পরিবহন আনা-নেওয়া করে থাকে তাই ধারণা করা হয় এই কালকে বলা হয় বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ স্থান ধারণা করা হয় 2050 সালে এর গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।
The Red Sea, the artery of world trade
5 years ago by mdmostofa (67)
$0.36
- Past Payouts $0.36
- - Author $0.18
- - Curators $0.18
21 votes
- + booster: $0.295 (3.55%)
- + jerrybanfield: $0.033 (100%)
- + suonghuynh: $0.010 (0.45%)
- + maxuve: $0.006 (7.2%)
- + smartvote: $0.003 (0.45%)
- + engrsayful: $0.002 (100%)
- + accelerator: $0.002 (0.51%)
- + danai: $0.001 (100%)
- + rycharde: $0.001 (10%)
- + map10k: $0.001 (1.2%)
- + maxuva: $0.001 (6%)
- + maxuvc: $0.001 (6%)
- + maxuvd: $0.001 (6%)
- + maxuvb: $0.001 (6%)
- + mapxv: $0.001 (0.4%)
- + angelinafx: $0.000 (0.45%)
- + bert0: $0.000 (0.4%)
- + maxuvv: $0.000 (3%)
- + anomaly: $0.000 (1%)
- + frost1903: $0.000 (100%)
- … and 1 more