আল্লামা ইমাম হায়াতের দিশা যদি ঠিক না হয় কোরআনুল করীম হাদিস শরীফের বাহিরে হয় (নাউজুবিল্লাহ )

in news •  7 years ago 

আল্লামা ইমাম হায়াতের দিশা যদি ঠিক না হয় কোরআনুল করীম হাদিস শরীফের বাহিরে হয় (নাউজুবিল্লাহ ) তাহলে বাতিল ফেরকা ও নাস্তিক্যউদ্ভূত বস্তবাদি মতবাদ এবং বিভিন্ন ধর্মের নামে মিথ্যা অধর্ম উগ্রবাদ এবং এই তিন বাতিলের কাঠামো তাদের স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত হকের ধারা সাব্যস্ত হবে (নাউজুবিল্লাহ ),
aseer .jpg

আর এই চার বাতিলের সাথে আরেকটি ধারা হক সাব্যস্ত হবে সেটা হলো ইসলাম বা আহলে সুন্নাত তথা সুন্নীয়তের নামে ঐ চার বাতিলের দাস দালাল জোটাংগ পঞ্চম বাতিল, যার সুন্নী নামে পেশাদার মোল্লাতান্ত্রিক বাণিজ্যের ধারায় দ্বীন মিল্লাত খেলাফত মুলুকিয়তের কাছে বিকিয়ে দেয়- যারা বাতিল ফেরকা ও নাস্তিক্যউদ্ভূত বস্তবাদি মতবাদ এবং তাদের স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত কায়েম রাখার স্বার্থে দ্বীন মিল্লাত মানবতাকে অরাজনৈতিক গন্ডীর অন্ধকূপে অপশক্তির ক্রীতদাস করে রাখে অথবা খেলাফতে ইনসানিয়াতের বিরুদ্ধে বাতিল জালিম অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের দাসত্ব দালালি তথা বাতিলের দাসত্বের অপরাজনীতি করে সত্য ও মানবতার সাথে বিশ্বাসঘাতকতা করে বাতিলকে চিরকাল কায়েম রাখে।
14650094_345928319078676_4010632242427016064_n.jpg

দুনিয়ায় ধারা কেবল দুইটি- একদিকে উক্ত পাঁচ বাতিলের বস্তবাদি মুলুকিয়তের এজমা - আর এক দিকে ইমাম হায়াতের মাধ্যমে কলেমা কারবালার আলোকধারায় ঈমান দ্বীন খেলাফত তথা সুন্নীয়তের চিরন্তন ধারার হারানো রূপরেখার পুনরুজ্জীবন সত্য ও মানবতার ধারা, যার বাইরে আর কিছু নেই থাকলে প্রমাণ করে দেখান আমরাও শরিক হবো।
হককে ভালোবাসেন এবং বাতিলকে ঘৃনা করেন এমন সত্যপরায়ন পীর আলেম শিক্ষাবিদ দুনিয়ায় অনেক আছেন ব্যক্তি হিসেবে এবং আংশিক ভাবে বাতিলের বিরুদ্ধে এবং আংশিক ভাবে হকের পক্ষে বিচ্ছিন্ন ভাবে চেষ্টাও করছেন, কিন্তু উদ্ধারের পূর্ণাঙ্গ দিশা ও কর্মসূচী নিয়ে নয় যা বাতিল জালিম অপশক্তির তুফান প্লাবন মোকাবিলায় ব্যর্থ।
14681681_345911419080366_5833124781672881954_n.jpg

ইমাম হায়াতের দিশা বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের বাহিরে আকিদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে কলেমা কারবালার আলোকধারায় ঈমান দ্বীন খেলাফত তথা হকের নির্ভেজাল বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ধারার প্রাণপণ বিশ্বস্ত ধারা এবং সর্ব বাতিলের সকল চক্রান্ত রুদ্ধতা জুলুমের আধিপত্য সংকট বিপর্যয় বিণাশী ফাঁদ গহ্বর থেকে মিল্লাত মানবতার মুক্তির আর কোনো পূর্ণাঙ্গ ও অব্যর্থ দিশা পথ উপায় নেই ।14680585_1152899661459930_2408810248430390784_n.jpg

হয় অন্ধকার নয় আলো, হয় রক্ষা না হয় ধ্বংস, হয় স্বাধীনতা নয় পরাধীনতার , হয় আত্মা ও জীবনের মুক্তির ধারা নাহয় মিথ্যা জুলুমের ধারায় আত্মা ও জীবনের বিণাশ, হয় হাইওয়ানিয়াত নয় ইনসানিয়াত , হয় জীবন নয় মরন, সংকটের এ সময়ে সত্য ও জীবন মানবতার একমাত্র দিশারী ইমাম হায়াত এবং একমাত্র উপায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ।

এর বাইরে নির্ভেজাল বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ধারার প্রাণপণ বিশ্বস্ত ধারক বাহক রক্ষক কিছু থাকলে সেটাও আমাদের আমরাও তাদের তবে প্রমাণিত হতে হবে এবং বিশ্বস্ত হতে হবে । ধন্যবাদ ওয়াস সালাম

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!