ঢাকা অ বসবাস যোগ্য শহরে দ্বিতীয় হওয়াতে বেশী কষ্ট পাবেন না !

in news •  6 years ago 

ঘটনাটা আসলে সে রকম না । কয়েক টা তুলনা দেই, জুন জুলাই তে দোহা , দুবাইতে দিনের বেলা তাপমাত্রা কত থাকে , জানেন ? ডিম পোচ করা লাগে না, ঘরের বাইরে রেখে আসলে হয় । একবার মনট্রিয়েল গিয়েছিলাম , ৭২ ঘন্টা ঘর থেকে বের হয়নি । ঠান্ডা কত প্রকার এবং কি কি , তা সেখান থেকে শিক্ষা গ্রহন করা যাবে । আমার এক বন্ধু থাকে Saskatoon, Canada , -৮ ডিগ্রি তে hood open গাড়ী চালাচ্ছেন , আমাকে বললো ওটা নাকি তাদের সামার। বেংজিং গেছেন ? দম নিতে কষ্ট হয় । বাতাসে নাকি বিষ । Ireland থেকে বোতলে করে বাতাস import করে । মুম্বাই যাইনি , আল্লাহ যেন সেখানে না নেয় । প্রতি দু মাসে একবার ব্রাজিল যাই, South America তে এরা সব চেয়ে সভ্য জাতি । গত দশ বছরে রুম থেকে বের হওয়ার সাহস হয়নি , যদি ভুল করে গুলি করে দেয় । সেখানে প্রায়ই একজনকে গুলি করতে আরেক জনকে গুলি করে দেয় । এবার বাকিদের অবস্থা বুঝেন । Mexico City র অর্ধেকের বেশী গাড়ি bullet proof. কেন ? গুগল করে জেনে নিন। এইবার winter এর ছুটিতে Iceland যাবো ভেবেছিলাম , এক জন মানা করলো , ওখানে নাকি winter এর ছয় মাস রাত !!
বড় শহর যেমন Washington, Melbourne , Texas এ গুলোতে ঘর থেকে বের হতে ভয় হয় অন্য কারনে । মারা গেলে নিজে তো শেষই, নামের কারনে গুষটি সুদদা ঐই জিনিস বানায়ে দেবে, যার নামও নিতেও ভয় লাগে।
কেপটাউনে পানি নাই এক ফোটা , Johannesburg এ আমাদের হোটেলের লবিতে পিস্তল ঠেকিয়ে সব নিয়ে গেছে guest দের কাছ থেকে।

প্যারিস, রোম, ওগুলোর কথা আর নাই বললাম , মানিব্যাগ আর পাসপোর্ট নিয়ে ঘরে ফিরতে পারলে, আলহাদুললিলাহ বলবেন । এ বছরে আমার দু বন্ধুকে complete নেংটো করে ছেড়ে দিয়েছে । শেষে ধার দেনা করে ফেরত এসেছে ।

মোদ্দা কথা , ঢাকা পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য শহর না, অনেক সমস্যা আমাদের , কিন্তু অস্থির হওয়ার মত কোন কারন এখনও ঘটেনি।
দোষ আসলে শহরের না, আপনার আমার। ময়লাটা ফেলেন আপনি, হর্ন দেন আপনি , রাস্তার মাঝখানে গাড়ীতে ওঠেন আপনি, রাস্তার মাঝখানে কোরবানী করেন আপনি, আর দোষ হলো শহরের।

images(25).jpg

Austria প্রবাসী পাগল টা সঠিক বলেছে । বেশী করে মদ খা, তাতে যদি আমাদের মনুষত্ব্য আসে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@naimulislam Nice Article, Carry On

Thanks via ar please upvote koren.