কথাটা খুবই স্বচ্ছ ও প্রামাণ্য :
আমরা না সিরাতের সুন্নাতে মদিনার মতো ক্ষুদ্র আয়তনের কোন খিলাফাহ রাষ্ট্র কায়েম করতে পেরেছি, আর না মক্কা বিজয়ের মত কোন বৃহত্তর আয়তনের!
তাই না আমাদের মন্দির বা মূর্তির পাহারাদার হওয়ার কোন শারঈ প্রয়োজন আছে, আর না কোন মাজার গুড়িয়ে দেয়ার শারঈ হুকুমত!
তাহলে আমাদের কি করার আছে?
কাজ একটাই!
আর তা হল "সিরাতের সুন্নাতে পরিপূর্ণ ইসলামি শারিয়াভিত্তিক খিলাফাহ রাষ্ট্র প্রতিষ্ঠা করা"।।।।।
বাকি এক একটা বিষয়ের ইসলামি সমাধান এই একটি
উদ্দেশ্য বাস্তবায়নের মাঝেই লুকিয়ে আছে।