কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঢাকা

in news •  7 years ago 

রাজধানীতে কালবৈশাখী ঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে তিনজন আহত হয়েছেন। এছাড়া ঝড়ে বিজিবির গাড়ির ওপর গাছ পড়ে বেশ কয়েকজন সদস্য আটকা পড়েছে। এছাড়া বিভিন্ন সড়কে পানি জমে গেছে।

সন্ধ্যার ঝড়ে ধানমন্ডিতে রাস্তার পাশের ২০ থেকে ২৫টি গাছ উপড়ে পড়ে। এগুলো বাসও মাইক্রোবাসের ওপর পড়ায় অনেকেই তার মধ্যে আটকে পড়েন। অন্যদিকে আবাহনী মাঠের পাশে বিজিবির গাড়ির ওপর গাছ পড়ে আটকা পড়েন বেশ কয়েকজন সদস্য।

ঝড়ে একটি রিকশার ওপর গাছ পড়ে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের একজন রিকশা চালক ও অপর দুইজন যাত্রী বলে জানা যায়।

ধানমন্ডি এলাকায় যান চলাচল কিছুটা স্থবির রয়েছে। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। খুব দ্রুতই সড়কগুলো যান চলাচলের জন্য স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তারা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!