দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মাধ্যমে নারী প্রার্থীদের সুপারিশ পাওয়ার হার কমছে।
৮ এপ্রিল, রবিবার জাতীয় সংসদে উপস্থাপিত এক প্রতিবেদন অনুযায়ী, গত ৩২তম বিসিএস থেকে সর্বশেষ ৩৬তম বিসিএসে নারী প্রার্থীদের সুপারিশ পাওয়ার হার ৫৫.১০ থেকে কমে হয়েছে ২৬.২২ শতাংশ। গত চার বছরে এ হার ধীরে ধীরে কমেই চলছে।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে সংসদে এ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
প্রতিবেদন অনুসারে, ৩৩তম বিসিএসে নারী প্রার্থীদের সুপারিশের হার ছিল ৩৮.২৬ শতাংশ, ৩৪তম বিসিএসে ৩৫.৬২ শতাংশ এবং ৩৫তম বিসিএসে ২৭.৯২ শতাংশ।
৩২তম বিশেষ বিসিএসে মোট এক হাজার ৬৭৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। তাদের মধ্যে নারী ছিল ৯২৩ জন (৫৫.১ শতাংশ) এবং পুরুষ প্রার্থী ছিল ৭৫২ জন (৪৪.৯০ শতাংশ)।