অনেকদিন ধরেই মোটরবাইক কেনার স্বপ্ন দেখছিলেন ভি বুপাঠি। কিন্তু সাধ থাকলেও সাধ্য না থাকায় এতদিন তা পূরণ হয়নি। তবে সম্প্রতি জমানো কয়েন দিয়ে পছন্দের বাইকটি হাতে পেলেন ২৯ বছর বয়সি এই যুবক
ভারতের তামিলনাড়ুর সালেমের বাসিন্দা এই যুবক পেশায় কম্পিউটার অপারেটর। গত তিন বছর ধরে এক টাকার কয়েন জমিয়েছেন। সম্প্রতি ভ্যান বোঝাই করে তা নিয়ে মোটরবাইকের দোকানে হাজির হন। ২ লাখ ৬০ হাজার রুপি দিয়ে কিনে নেন বাজাজ ডমিনার ৪০০ মডেলের বাইক
জানা যায়, ভি বুপাঠির একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। এই চ্যানেলের আয় থেকেই বাইকটি কিনলেন তিনি। কিন্তু এত কয়েন সংগ্রহ করলেন কীভাবে? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, মন্দির, চায়ের দোকান, হোটেল থেকে তার টাকা খুচরা করে নিতেন তিনি। পরে তা সঞ্চয় করতেন।