আরএসএস আন্দোলনের হুমকি দিয়েছে

in news •  6 years ago 

অযোধ্যা রাম মন্দির ইস্যুতে আরএসএস আন্দোলনের মে দিয়েছে. । সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাইয়ে তাদের আজকে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠান শেষে তারা তাদের এই ঘোষণা দেয়। মামলা অর্থাৎ অযোধ্যা মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে তাদের অভিযোগ বিনা কারণে মামলাটি টালবাহানা করে পেছানো হচ্ছে। অযোধ্যায় বাবরি মসজিদ ছিলো যেটি আর ১৯৯২ সালের ৬ ডিসেম্বর কিছু সন্ত্রাসী গোষ্ঠী বোমা ও বিভিন্ন অস্ত্র নিয়ে মসজিদটি ভেঙে দেয়।

এগুলো আসলে কে রাজনীতি জিতার জন্য অর্থাৎ এই দাঙ্গা এক ধরনের সৃষ্টি করা হচ্ছে হিন্দুত্ববাদ কে যাতে জ্বলে ওঠে ভারতে সেই চেষ্টা করা হচ্ছে এর ফলে বর্তমান সরকার বিজেপি এই হিন্দুত্ববাদ কে কাজে লাগিয়ে আবার ক্ষমতায় আসবে সেই জন্যই তারা এই কাজগুলো করছে। বি জে পি ও আর এস এস সেই সময় আন্দোলন করেছিল এবং মসজিদ ভাঙার কাজে অংশ নিয়েছিল।

সেখানে ধরে রাম মন্দির নির্মাণ করতে চায় এবং নির্বাচন শুরু হওয়ার আগেই সেই কাজে হাত দিতে চায় যাতে করে মানুষ পরবর্তীতে আবার তাদের দেয় যাতে করে নির্মাণ কাজটি শেষ করার জন্য মাত্র ভোটে জেতার জন্যই রাজনৈতিক একটি ছাগল ধর্মকে এখানে ব্যবহার করা হচ্ছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:

  • Spam
  • Plagiarism
  • Scam or Fraud
  • Low quality content