আমার মনটা আজকে ভীষণ খারাপ জানিনা ঠিক কেন কি কারনে মনটা খারাপ তবে সত্যিই মনটা অনেক খারাপ। কয়েনের দাম কম বলে মন খারাপ তা নয় আমার মুখ অন্য একটা কারণে মন খারাপ বলা যাবে না কিন্তু।
আসলে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে না বা হতে হতে জিনিসটা আসলে হচ্ছে না জিনিসটা খুবই খারাপ হচ্ছে আমি সব মিলিয়ে হতাশ। শরীরটাও খারাপ লাগছে একটু জ্বর জ্বর ভাব লাগছে একটু ঠান্ডা কাশি সর্দি আসলে এত কিছুর মধ্যেও ভালো থাকা যায় না এভাবে জীবন চলেনা।
আজকে সারাটা বিকাল ঘুমিয়েছিলাম মাথা প্রচন্ড ব্যথা ছিল সবার দিকে ঘুম থেকে উঠলাম কিন্তু তেমন একটা লাভ হলো না আবারো সেই মাথা ব্যথা আবার একটা ঘুমের প্রয়োজন হল। ঘুমানো শুরু করলাম রাত আটটায় উঠলাম রাত 8 টায় উঠে নাস্তা খেয়ে মানে রাতের খাবার খেয়ে আবার একটু ঘুম ঘুম লাগছে এখন এই পোস্টটি করে আবার ঘুমিয়ে পড়বো কী যে বলবো বুঝতে পারছি না মাথাটা এত ব্যথা করতেছে আসলে বলার মতো না।