A winter vegetable market in Bangladesh || বাংলাদেশের একটি শীতের সবজির বাজার

in newsteem •  5 years ago  (edited)

শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন,
আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার বাংলাদেশের শীতকালীন সবজি বাজার নিয়ে কিছু কথা শেয়ার করব।

চলুন কথা বলি,

বন্ধুরা বাংলাদেশ ছয়ঋতুর দেশ। এই ছয় ঋতুর মধ্যে শীতকালীন অন্যতম এক ঋতু।এখানে গরমের দিনে যেমন প্রচুর গরম থাকে তেমনি শীতকালেও প্রচুর শীত থাকে।শীতকালে বাংলাদেশে প্রচুর সবজির চাষ হয়।ছয় ঋতুর দেশে সবচেয়ে বেশি সবজি চাষ হয় এই শীতের সিজনে।শীতকালে বাজারে হরেক রকমের নতুন সবজি দেখা যায়।আর এই সবজি খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর হয়।

শীতকালীন সবজির মধ্যে উল্লেখযোগ্য সবজি হলো ফুলকপি,বাঁধাকপি,পালংশাক,নতুন আলু,টমেটো,লাউ,মুলা,গাজর, লাল শাক ইত্যাদি।এইসব সবজির মধ্যে রয়েছে শরীরের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন ও পুষ্টি।এই সময় আমার বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় এই সবজিগুলো।এগুলো খুবই টাটকা সবজি, প্রতিদিন গ্রাম থেকে সবজি সংগ্রহ করে ভোর সকালে এগুলো বাজারে সংরক্ষণ করা হয়।আর এই শীতকালে আমাদের বাংলাদেশের সবজি বাজারে ভোর সকাল থেকেই প্রচুর জমজমাট থাকে, মানুষের ক্রয়-বিক্রয় শুরু হয়।আমি নিজেও শীতকালীন সবজি খুবই পছন্দ করি।আমি নিজেও শীতকালীন সকালে বাজারে গিয়ে বাজার ঘুরে ঘুরে দেখে বিভিন্ন সবজি ক্রয় করি।শীতের সকালের সুন্দর এই টাটকা অনেক সবজি দেখে সত্যিই মনটা ভালো লাগে।আজ আমি আমাদের টাঙ্গাইল শহরের ভিতরে অবস্থিত পার্ক বাজারে গিয়েছিলাম,যেখানে প্রচুর শীতের সবজি পাওয়া যায়।আমি আজ ভোর সকালে গিয়ে সবজি বাজার ঘুরে ঘুরে দেখেছি,কিছু সবচেয়ে ক্রয় করেছি।তারপর আমি এই শীতকালীন সবজি বাজারের কিছু ছবি তুলেছি।আমি টাটকা সবজির ছবি তুলেছি সবজি বিক্রেতার সবজি বিক্রি করার সমযয়ের কিছু ছবি তুলেছি।ছবিগুলো আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।ছবিগুলো আপনারা সবাই দেখবেন।আশা করি আপনাদের ভালো লাগবে।

সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

@mdaminulislam ভালোবাসার সাথে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Use #marketfriday on your post to get more support! :)

Thank you so much for the valuable advice.

Posted using Partiko Android

Congratulations!

This post has been upvoted as @SteemitBD curation support. Steemit Bangladesh is the first youth-run community organization from Bangladesh to empower youths on steemit. You can also check our Social Business Service @SocialBot to get a profitable offer for you.


Curated by @Rehan12

Join us on Discord
steemitf.pngtwitterf.pngyoutubef.pngfacebookf.pnginstaf.pngdiscordf.png

A Youth Run Community Organization from Bangladesh
50SP100SP200SP500SP1000SP2000SP5000SP10000SP

Thanks to @mdaminulislam for burning 800 CT! You have been rewarded with a 80% vote. Your action makes this project grow and helps to restore a Clean Planet! Join us on our Discord Channel and on our website

This is nice. Vernacular languages can make steemit more popular

  ·  5 years ago Reveal Comment