সিটি করপোরেশন এলাকার পর এবার জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বিজয়ের মাস ডিসেম্বরে ১ তারিখ থেকে আমরা দেশের অর্ধেক জেলায় (জেলা সদর) একযোগে স্মার্টকার্ড বিরতণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
তিনি আরও জানান, জানুয়ারির মধ্যে ২ হাজার ফিঙ্গারপ্রিন্ট ও ২ হাজার চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার মেশিন কেনার প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো পেলে ফেব্রুয়ারি থেকে আমরা সারাদেশে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
ডিসেম্বরে যেসব জেলায় স্মার্টকার্ড বিতরণ করা হবে- ঝালকাঠি সদর, পিরোজপুর সদর, বরগুনা সদর, বাগেরহাট সদর, পটুয়াখালী সদর বগুড়া সদর ঢাকা সার্কেল ইউনিয়ন, নারায়ণগঞ্জের বন্দর, রাজশাহীর পবা, চট্টগ্রামের আানোয়ারা, পঞ্চগড় সদর, , জয়পুরহাট সদর, গাইবান্ধা সদর, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর, নিলফামারী সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর, গোপালগঞ্জ টুংগিপাড়া, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, রাঙ্গামাটি সদর, , শরীয়তপুর সদর, সুনামগঞ্জ সদর, মেহেরপুর সদর, নড়াইল সদর, হবিগঞ্জ সদর, কক্সবাজার সদর, নেত্রকোনা সদর, নোয়াখালী সদর, ও পাবনার সদর উপজেলা।
বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সিটি করপোরেশনে বিতরণ কার্যক্রম চলছে।
jak.. tahole amr gramer manush smart card pabe
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit