[ফোটোগ্রাফি পোস্ট] বাগবাজারের গঙ্গার কাছে কুমোরটুলিতে একদিন - পর্ব ০১

in nikon •  last year 

কলকাতার একটি ফেমাস জায়গা হলো এই "কুমোরটুলি" । স্থানটি মূলত শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশন এর নিকটবর্তী । পাশেই বাগবাজারের গঙ্গার ঘাট । এই কুমোরটুলি ফেমাস হওয়ার কারণ হলো সমগ্র কলকাতা শহর ও আশেপাশের সকল স্থানের দূর্গা পূজা সহ যাবতীয় পূজা প্রতিমার একমাত্র বৃহৎ উৎস স্থল হলো এই "কুমোরটুলি" । এই কুমোরটুলি বহু পুরাতন একটি স্থল । কলকাতা যখন তখনও কলকাতা শহর হয়ে ওঠেনি তখন থেকেই কুমোরটুলির অস্ত্বিত্ব ছিল । তখন কলকাতা, গোবিন্দপুর আর সুতানুটি এই তিনটি সমৃদ্ধ গ্রাম ছিল এখন যেখানে কলকাতা শহর অবস্থিত সেখানে। এই সুতানুটি গ্রামে গঙ্গার তীরে একটি স্থলে কুমোরদের বসতি ছিল ।

বাংলা ভাষায় "কুমোর" শব্দের বুৎপত্তিগত অর্থ হলো যারা মাটি দিয়ে শৈল্পিক জিনিসপত্র থেকে নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র তৈরী করে থাকেন, অর্থাৎ কি না মৃৎশিল্পী । সাধারণত বাঙালিদের মধ্যে যাদের পদবি "পাল" তারাই বর্তমানের কুমোরটুলির শিল্পীরা । কুমোরটুলি থেকে বহু মৃৎশিল্প এখন আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ।

এই কুমোরটুলিতে একদিন কাটিয়ে এলাম, তারই কিছু ফোটোগ্রাফ শেয়ার করতে চলেছি ধারাবাহিক পর্বে । তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের পর্ব । আজকের পর্বে বাগবাজারের গঙ্গার ঘাটের কিছু ফোটোগ্রাফি এবং কুমোরটুলিতে ঢোকার মুহূর্তের কিছু ফোটোগ্রাফি শেয়ার করলাম ।

আশা করি খুব একটা খারাপ লাগবে না আপনাদের ।

Image 2023-07-30 at 00.34.46.jpg

গঙ্গাবক্ষে লঞ্চে । বর্ষার বিকেল । মনে হচ্ছে এই বুঝি বা সন্ধ্যা নামলো ।

তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৫ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

Image 2023-07-30 at 00.34.47.jpg

Image 2023-07-30 at 00.34.52.jpg

Image 2023-07-30 at 00.34.53.jpg

গঙ্গাবক্ষ থেকে গঙ্গার ওপর তীরের শোভা অবলোকন করছি । সন্ধ্যা ঘনিয়ে আসছে । শহরের বুকে তাই হাজার আলোকবর্তিকা ঝিলিমিলি রূপে সেজে উঠেছে । তারই ছায়া পড়েছে গঙ্গার জলে ।

তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৫ টা ৫০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

Image 2023-07-30 at 00.34.51.jpg

Image 2023-07-30 at 00.34.54.jpg

Image 2023-07-30 at 00.34.55.jpg

অবশেষে তীরে ভিড়লো তরী । আমরা এখন বাগবাজারের গঙ্গার ঘাটে বসে গঙ্গার বুকে সন্ধ্যার প্রকৃতির রূপ আস্বাদনে বিভোর ।

তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ১০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

Image 2023-07-30 at 00.36.27.jpg

বহু প্রতীক্ষিত সেই "কুমোরটুলিতে" আমরা ।

তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ২০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

Image 2023-07-30 at 00.35.47.jpg

Image 2023-07-30 at 00.35.50.jpg

পুরোনো কলকাতার রূপ । রাস্তার দু'ধারে জরাজীর্ণ শতাব্দী প্রাচীন সব বাড়ি এখন কুমোরপাড়ার কুমোরদের মৃৎশিল্পের ষ্টুডিও ।

তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ২৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

Image 2023-07-30 at 00.36.48.jpg

কুমোরটুলির মৃৎশিল্পের একটি ষ্টুডিওতে ঢুঁ ।

তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ২৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : D5600
ফোকাল লেংথ : ৮৬ মিমিঃ

------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To col
টাস্ক ৩৪০ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!