অফ সাইট এসইও এর অন্য নাম অফপেইজ এসইও (Off-Page SEO)। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের (SERPs) ভালো রেঙ্কিং পাবার জন্য ওয়েবসাইটের বাইরে যেই কাজগুলো করা হয় তাই অফসাইট এসইও নামে পরিচিত । ইন্টারনেট জগতের জনপ্রিয় কিছু প্লাটফর্মে লিংক সাবমিট করা, ওয়েবসাইটের প্রচার করার মাধ্যমে অফপেইজ এসইও সম্পন্ন করা হয়ে থাকে ।
অফ-পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ?
সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম এবং রেঙ্কিং উপাদানগুলো নিয়মিত পরিবর্তিত হয়। তবে অফপেজের কাজগুলো খুব বেশি পরিবর্তন হবার সুযোগ নেই। একটি কনটেন্টের রেঙ্কিং দেয়ার ক্ষেত্রে গুগুল অ্যালগোরিদম কিভাবে ভূমিকা রাখে সেটা সম্পূর্ণ না জানা থাকলে এটা মোটামুটি ভাবে বলা যায় যে অফসাইটের সাথে সম্পর্কিত উপাদানগুলো রেঙ্কিং এর ক্ষেত্রে অনেকখানি ভূমিকা রাখে।
লিংক এবং অফপেইজ এসইও
ব্যাকলিংককে অফসাইট এসইও এর প্রাণ বলা হয়। একটি কনটেন্টের মান যাচাই করার জন্য গুগুল ব্যাকলিংক চেক করে। সমমানের দুইটি কনটেন্টের মধ্যে যার ব্যাকলিংক বেশি, রেঙ্কিং এর জন্য গুগল তাকে অগ্রাধিকার দেয়।
সাধরনত তিন ধরনের লিংক হয়ে যাকে। যেমন
1/Natural links: যখন অন্য কোন ওয়েবসাইট ওনার বা ব্লগার আপনার কন্টেন্টের লিংকটি ব্যাবহার করে (তাদের সাইটে কিংবা সোস্যাল মিডিয়ায় বা গেস্ট পোস্ট এ) এই ধরনের লিংককে বলা হয় Natural Link। তারা এই কাজটি করে, কারণ তারা মনে করে, আপনার কন্টেন্টটি তাদের পাঠকের উপকারে আসবে।
2/Self-created links: যখন আপনি অন্য কারও ওয়েবসাইট, ফোরামে গিয়ে লিংক তৈরি করার চেষ্টা করেন (যেমন কমেন্ট ব্যাকলিংক, ইনফোগ্রাফিক, গেস্ট পোষ্ট ইত্যাদি), ঐ ধরনের ব্যাকলিংক হচ্ছে Self-created Links.
অফপেজ এসইও এর গুরুত্বপূর্ণ উপায়গুলো তুলে ধরা হলো
একটা ওয়েব সাইট খুব দ্রুত রেঙ্কিং করানোর জন্য পি. বি. এন ব্যাকলিংক সবথেকে জনপ্রিয় প্রক্রিয়া। তবে এটি অনেক ব্যায়বহুলও বটে! পি. বি . এন অনেকটা ব্লাকহ্যাট এস ই ও এর মত! অনেকেই গ্রে হ্যাট এস ই ও ও বলে থাকেন! হোয়াইট হ্যাট আর ব্লাক হ্যাট এস ই ও এর মাঝামাঝি! অনেকটা। আপনার ব্যাকলিংক করার দক্ষতার উপর নির্ভর করবে যে আপনার লিংক বিল্ডিং হোয়াইট হ্যাট হবে না কি ব্লাক হ্যাট হবে। সঠিকভাবে লিংক বিল্ডিং করতে পারলে ৩-৪ মাসের মধ্যে গুগল রেঙ্কিং পাওয়া সম্ভব।
এক্সপায়ার্ড ডোমেইন ক্রয়:
প্রথমত, পি বি এন তৈরী করার জন্য আমাদেরকে এক্সপায়ার্ড ডোমেইন খুজে বের করতে হবে। তার আগে জানা দরকার এক্সপায়ার্ড ডোমেইন কি? অনেকেই একটা ডোমেইন কিনে ওয়েবসাইট কয়েক বছর রাখার পর আর রিনিউ করে না। এই ডোমেইন গুলো অকশনে বিক্রি হয়। এখন কথা হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইন কেন লাগবে? এক্সপায়ার্ড ডোমেইন গুলো নিয়ে যেহেতু কয়েক বছর ওয়েব সাইট রান করা হয় এর মধ্যে ওই ডোমেইনগুলোর রেঙ্ক হয়ে যায়! র্যাংক বলতে আমি ডোমেইন অথোরিটি (ডি. এ) এবং পেজ অথোরিটি (পি. এ) বুঝি। এক্সপায়ার্ড ডোমেইন নেম এর ক্ষেত্রে পি. এ নাও থাকতে পারে! কারন অনেক দিন ওই ডোমেইনটার কোন ওয়েব সাইট নাও থাকতে পারে। এক্সপায়ার্ড ডোমেইন খোজার জন্য অনেক পেইড টুলস আছে। তার মধ্যে ডমকম্প.কম অনেক জনপ্রিয়।
ফ্রি টুলস গুলোর ভেতর গোড্যাড্ডি অকশনটা অনেক ভাল। এখানে যাওয়ার পর একটা সার্স বক্স পাবেন। এবং আপনার নিশ রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্স দিলে নিচে ডোমেইন গুলো চলে আসবে। ডানদিকে এ্যাডভান্স সার্স অপশন পাবেন যেইটা মুলত আমাদের কাজে লাগবে ফিল্টারিং এর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় ডোমেইন নেম গুলো খুজে বের করতে।
লিংক বিল্ডিং:
ওয়েব সাইটগুলো পাবলিশ হওয়ার পর ন্যাচারালি লিংক বিল্ডিং করতে হবে। একটা ওয়েব সাইট থেকে আপনার মানি সাইটের জন্য ১-২ টা ব্যাকলিংক নিতে পারেন এবং একটা পোস্ট থেকে ২ টার বেশি লিংক নেওয়া ঠিক হবে না। মনে করেন, আপনার যদি ১০ টা পি বি এন ওয়েব সাইট আছে এবং আপনি ১ দিনে ২০ টা ব্যাকলিংক আপনার মানি সাইটে দিয়ে দিলেন। এইটা ন্যাচারাল ব্যাকলিংক হল না। বরং আপনি কয়েকদিন পর পর একটা দুইটা করে ব্যাকলিংক দিতে পারেন। আপনি যদি কোনরকম ঝুকি নিতে না চান, সেক্ষেত্রে টায়ার ২ ব্যাকলিংক করতে পারেন। নিচের চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবেন।
ওয়েব ২.০
ওয়েব ২.০ ওয়েবসাইট বলতে সেই ওয়েবসাইটগুলো বুঝায় যেই সাইটগুলোর কন্টেন্ট এবং ব্যাকলিংকগুলোর উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রন থাকবে এবং সম্পূর্ণ ফ্রি। যেমন ব্লগার, ওয়ার্ডপ্রেস.কম, টামলার, উইক্স.কম ইত্যাদি সাইট। এখানে লিংক বিল্ডিং প্রসেস খুবই সহজ। তবে ব্যাসিক লিংক বিল্ডিং স্ট্রাটেজি মাথায় রাখতে হবে।
প্রথমে আপনার নিশ রিলেটেড ভিন্ন ভিন্ন নামে এবং ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশান করতে হবে যেন গুগল না বুঝতে পারে যে সবগুলো সাইটের মালিক আপনি। এরপর একটা ওয়েবসাইট যেভাবে পাবলিশ করে সেইভাবে কন্টেন্ট দিয়ে, অনপেজ, অফপেজ এস ই ও করতে হবে। আপনার ওয়েব ২.০ সাইটগুলো যখন মোটামুটি র্যাংক করবে তখন পি বি এন সাইটে যে ভাবে ন্যাচারাল লিংক বিল্ডিং এর কথা বলা হয়েছে তার মত করেই ন্যাচারাল ব্যাকলিংক করতে হবে। ওয়েব ২.০ ব্যাকলিংক এর সবথেকে বড় সুবিধা হল এই সাইটগুলোর ডোমেইন অথোরিটি (বাই ডিফল্ট) অনেক হাই থাকে। বর্তমানে টামলার থেকে ভালভাবে কিছু ব্যাকলিংক নিতে পারলে দ্রুত ভাল রেজাল্ট পাওয়া যায়
good post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit