আমার দেশ আমার শহরের সৌন্দর্য আলাদাই সুন্দর।
এর প্রত্যেকটি ভাজে ভাজে রয়েছে সুন্দরের ছবি।
যা মানুষের মন কে আরো সুন্দর করে ভাবতে শিখায়।
নতুন করে চিনতে শিখায় তার প্রিয় চেনা শহর কে।
আমরা আমাদের শহরকে দেশ অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি। কারন এই দেশ আমাদের কে মায়ের মত করে আগলে রেখেছে। খেয়াল করে আসছে যত্ন করে আসছে।
সুন্দর প্রকৃতিতে মন খুলে শ্বাস নেওয়া টা আর কত জনের ভাগ্যে জুটে? আর সেই প্রাণ খুলে নিস্বাস নিতে পারি এই সুন্দর শহরে রাজশাহীতে... হ্যাঁ এটাই আমার শহর রাজশাহী শহর। যা এশিয়ার মধ্য বহু প্রচলিত একটি শহর পরিস্কার ও পরিচ্ছন্নতার দিক দিয়ে।