ফাযিল প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান ২০২৪।তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা।।

in orientation •  3 months ago  (edited)

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

অনেক আবেগ ও ভালোবাসা নিয়ে ভর্তি হই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখায়, এখানে আমার আলিম শেষ হয়।এরপর অনেক ভেবেছিলাম অন্য মাদ্রাসায় চলে যাওয়ার জন্য, কিন্তু এই প্রিয় আঙ্গিনার সাথে মিশে থাকা সুন্দর সময় গুলো কখনই মনকে সায় দিচ্ছিল না অন্য কোথাও যাওয়ার । তারই প্রেক্ষিতে ভর্তি হই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়।

নতুন কোন ক্লাসে উঠার পরে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে নবীন বরণ অনুষ্ঠান। ২২ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে আমাদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণভাবে ফাযিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

DSLR pixel by Riyan20240922_082635_🔥Portrait DSLR by Riyan.PORTRAIT.jpg

বর্তমানে যেহেতু আমি ক্যাম্পাস থেকে অনেক দূরে থাকি, তাই নবীন বরণের দিন খুব সকালবেলা আগ্রহ নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ি।যখন গেট দিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে আশেপাশের দিকে তাকাতে থাকি, তখনই ক্যাম্পাসের সাথে জড়িয়ে থাকা এক একটা স্মৃতি দৃশ্যপটে ভেসে উঠছিল। ক্লাসে যাওয়ার পরে আলিমের অনেক বন্ধুদের সাথে দেখা হতে শুরু হলো, মনে হচ্ছিল এ যেন বন্ধুদের এক মিলন মেলা ঘটেছে।

অনুষ্ঠানের শুরুতে কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আমাদের অনুষ্ঠান, এরপর বড় ভাই ওস্তাদ সকলে তাদের বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বরণ করে নেয়। আমাদের সামনের জীবনের পথচলাগুলো কেমন হবে, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত, এ সকল বিষয়ে আামাদেরকে তাঁরা খুব গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন । তাদের এক একটা কথা যেন আমাদের আগামী পথচলার পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।

IMG20240922102637.jpg

অনুষ্ঠান শেষে শুরু হয় আমাদের সংস্কৃতিক পর্ব, এর মাঝে আমি বাহিরে চলে আসি, আমার কাছের কয়েকটি বন্ধুর সাথে দেখা করার জন্য। তারাও অনেক দূর দুরান্ত থেকে ছুটে এসেছে এই অনুষ্ঠানে। অনেকদিন পর তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছিল। ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে তাদের সাথে ফ্রেমে বন্দী হলাম।

IMG20240922130224.jpg

যখন অনুষ্ঠান শেষ হয়ে যায়, তখন আবার আমরা শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে যাই। সেখানে ব্যানায়ের সাথে আরো কয়েকটি ছবি তুলি, এবং একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিলাম।

IMG20240922131637.jpg

IMG20240922131150.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
টঙ্গী,গাজীপুর, ঢাকা
ছবি তোলা
মিল্লাত ক্যাম্পাসে

জীবনে চলার পথে কত মানুষের সাথে দেখা হয়, সবাইকে মনে রাখা কখনো সম্ভব হয় না। কিন্তু শিক্ষা জীবনে একসাথে চলাফেরা করা কিছু বন্ধু থাকে যাদেরকে কখনো ভুলা যায় না। আমার আরো অনেকে ছিল কিন্তু বিভিন্ন কারণে অনেক আসতে পারে নাই, যদি তারাও আসতো তাহলে অনেক ভালো লাগতো।

এই ফাজিল প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রবেশ করলাম, শিক্ষার নতুন একটি ধাপে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে সুশিক্ষার মাধ্যমে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলতে পারি। আমিন।

আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!