হাই স্টিমিত বন্ধুরা......
আমি আপনি সব ভাল আশা করি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আমার অন্য ব্লগে স্বাগতম।
আজ আমি আপনাদের সাথে আবুটিলন ইন্ডিকাম ফুলের একটি ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। হল পরিবারের একটি ছোট গুল্ম, যা গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের স্থানীয়। এই গাছটি একটি মূল্যবান ঔষধি এবং শোভাময় উদ্ভিদ, এর শিকড় এবং পাতা জ্বর নিরাময়ে ব্যবহৃত হয়। ছবিটি সড়কের ওই এলাকায় তোলা। সমস্ত স্টিমিত সম্প্রদায়ের বন্ধুরা আমাকে সমর্থন করুন. আশা করি সবার ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো ছবি তুলতে পারি।
আশা করি আমার ফটোগ্রাফি করি সকলের পছন্দ হয়েছে। তাছাড়া সন্ধ্যা এই ফুল সকলে পছন্দ করে। আমার ফোটোগ্রাফি কেমন হলো তা কমেন্ট করে জানাও বন্ধুরা।