দার্জিলিঙে আসার পরের দিন সকালবেলা । গাড়ি রেন্ট করা হলো একটা পুরো দিনের জন্য । সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লুম । কাছাকাছি যতগুলো সাইট সিয়িং আছে আমাদের টার্গেট আজ সেগুলো দেখে ফেলা । প্রথমেই ড্রাইভার আমাদের নিয়ে গেলো "পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক" ।
এটি আসলে একটা হিমালয়ের জঙ্গলের প্রাণীদের নিয়ে একটা চিড়িয়াখানা । একটা প্রকান্ড টিলা । সেই টিলার এক পাশে রাস্তার সাইডে সারি সারি বন্যপ্রাণীদের থাকার স্থান । অন্য সাইডে খাড়া পাহাড় । রাস্তাটা টিলাটিকে বেড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রমশঃ উপরের দিকে উঠে গেছে ।
এই চিড়িয়াখানায় রয়েছে দার্জিলিঙের সিঞ্চল অভয়ারণ্যে পাওয়া বিভিন্ন বন্যপ্রাণী - রয়েল বেঙ্গল টাইগার, লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, হিমালয়ান তুষার চিতা, ভাল্লুক, বিভিন্ন জাতের পাহাড়ি ছাগল ও ভেড়া, মাস্ক ডিয়ার, গয়াল, হরেক প্রজাতির ফিজান্ট, ময়ূর এবং বন মোরগ, পাহাড়ি নেকড়ে, লাল হনুমান, কচ্ছপ, রেড পান্ডা প্রভৃতি ।
পাহাড়ের একদম টপে রয়েছে একটা বন্যপ্রাণী মিউজিয়াম এবং "হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট" । পুরো বন্যপ্রাণ পার্ক এবং মিউজিয়ামটি ঘুরে দেখতে প্রায় দুই ঘন্টা পার হয়ে গেলো ।
আজকে শুধুমাত্র চিড়িয়াখানার ফোটোগ্রাফগুলো শেয়ার করছি । আগামীকাল হিমালয়ান বন্যপ্রাণ মিউজিয়ামের ছবি শেয়ার করবো ।
আমার অতি সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ক আপডেট -০৯
চিড়িয়াখানায় ঢোকার পরে টিনটিনবাবুর একটা ফটো নিলাম । এরপরে ঘুরে ঘুরে দেখা শুরু । প্রথমেই হিমালয়ান ব্ল্যাক বিয়ার, পাহাড়ি দশ রকমের ভেড়া দেখে ফেললাম । উপরের ছবিতে হিমালয়ের কালো ভাল্লুক এবং পাহাড়ি হরিণ গয়াল -এর ফটোগ্রাফ দেয়া হয়েছে ।
তারিখ : ১৮ নভেম্বর ২০২২
সময় : সকাল ০৯ টা ৫০ মিনিট
স্থান : দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত ।