:::::::::::::::::৪৩ প্রয়োজন:::::::::::::::::::
পুত্রের কারণে ভার্যা করিবে গ্রহণ।
পিন্ড প্রদানের তরে পুত্র প্রয়োজন।।
হিত লাগি প্রয়োজন মিত্র রাখিতে।
সবে ধণ প্রয়োজন এই পৃথবীতে।।
বঙ্গানুবাদ: পুত্রলাভ করার জন্যই স্ত্রীর প্রয়োজন হয়। পুত্রের প্রয়োজন হয় পিন্ড দান বা পারলৌকিক ক্রিয়া করার জন্য। হিত সাধনের জন্য মিত্রের প্রয়োজন। আর সমস্ত প্রয়োজন পূর্ণ করতে ধনের প্রয়োজন।
:::::::::::::::::::৪৪ যথাযোগ্য:::::::::::::::::::::
বাহুবল রাজার বল দেশ শাসন লাগি।
ব্রাম্ভনের বল ব্রহ্মজ্ঞান ঈশ্বর মাগি।।
রূপ যৌবন মাধুর্য নারীর বল হয়।
এ তিন যে নারীতে নাই আদরণীয় নয়।।
বঙ্গানুবাদ: বাহুবল ই রাজার বল। কারণ রাজাকে বাহুবলে দেশ শাসন করতে হয়। ব্রহ্মজ্ঞান ই হল ব্রম্ভনের বল। নারীর বল তার রূপ, যৌবন ও মাধুর্যতা। যে নারীর মধ্যে এই তিনের সমাবেশ নেই, তার বল ও নেই, আর সমাদর ও নেই।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
আপনার সাথে কিভাবে সাথে যোগাযোগ করা যাবে ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit