১ বিষ্ণু প্রণাম: প্রণাম তোমায় বিষ্ণু ত্রিলোকের অধিপতি।
নানা শাস্ত্র হতে রচি মহান রাজনীতি।।
বঙ্গানুবাদ: ত্রিভুবনের অধিপতি প্রভু বিষ্ণু ভগবানকে প্রণাম করে নানা শাস্ত্র হতে সংগৃহীত মহান রাজনীতি বর্ণনা করছি।।
২ বৈশিষ্ট্য: ধর্মেতে মতি মুখে মধুরতা, উৎসাহ দানে হয়।
বন্ধুর সাথে কপট হিনতা, শ্রীগুরু র প্রতি বিনয়।।
গম্ভিরতা চিতে আচারে শুচিতা, সমাদর প্রতি গুণে।
রূপেতে রয়েছে সুন্দরতা, সকল শাস্ত্র জ্ঞানে।।
ভক্তি চিত্তে ভজনা কর হে রাঘব! তুমি শিবে।
জনহ কেবল এ সকল গুণ তোমাতেই দেখা যাবে।।
বঙ্গানুবাদ: ধর্মে তৎপরতা, মুখের কথায় মধুরতা, দানাদি কার্যে উৎসাহ, বন্ধুর সঙ্গে কাপটাচার হীন, গুরুর প্রতি বিনয়বচন, চিত্তে গাম্ভীর্য তা, আচারে পবিত্রতা, গুনসকলের সমাদর, শাস্ত্র বিষয়ক জ্ঞান, রূপে সৌন্দর্যতা এবং শিবের প্রতি ভক্তিমান - হে রাঘব! জেনো, এই গুনসকল কেবল তোমাতেই দেখা যাবে।