The real story of Babur's life story

in partiko •  5 years ago 

images (60).jpeg

source link

প্রথম খন্ড।

বাস্তব জীবনের গল্প।

একটা জীবনের গল্প,
গল্পের নাম : জীবন কাহিনি।
একজন ছেলে তার জীবেন কাহিনীর ব্যাস্ত ঘটনা। ছেলেটির নাম বাবু, তিনি ভারতের রাজধানীতে জম্নগ্রহন করে। জম্নের পরে তার মা তাকে ছোট বলে আদর করে নাম রেখেছিলো বাবু, বাবু ছিলো এক মায়েন এক সন্তান, তার মায়ের কলিজার টুকরা ছিলেন। যখন বাবুর পাচ মাস বয়স তখন তাকে তার ছেড়ে পৃথিবী থেকে চলে যায়, কিন্তু বাবু তখন বুঝতো না কারন বাবুর বয়স ছিল পাচ মাস, বাবুর বাবা এবং মায়ের বাড়ি বাংলাদেশে চিকিৎসার কারনে বাবুর বাবা তার মাকে ভারতের নয়া দিল্লিতে নিয়ে যায় চিকিৎসা করাতে।সেইখানে বাবুর জম্নগ্রহন। বাবুর মা বিদায় জানিয়ে চলে যাওয়ার পর তার বাবা তাকে পাচ মাস বয়স থেকে চার বছর পর্যন্ত কষ্ট করে লালন পালন করতো। তখনো বাবু এবং তার বাবা ভারতের রাজধানীতে বসবাস করছে। সেখানে বাবুকে ছোট থেকে চার বছর বয়স পর্যন্ত বড়ো করতে থাকে, কিন্তু বাবুর বাবা বিয়ে করে নাই কারন বাবুর কষ্ট হবে। তবে ভারতে বাবুকে পড়াশুনা করাতে থাকে এবং বাবুর মা মারা যাওয়ার আগে সবাইকে বলে গেছে আমার বাবু বড়ো হলে ডাক্তার বানাতে। সেই চিন্তা ভাবনা করে বাবুর বাবা তখন পড়াশুনার দিকে বাবুকে আগাতে থাকে, এই ভাবে বাবুকে পড়াশুনা কড়ানো হয় এবং তার সব পরীহ্মা প্রথম স্থান অধিকার করে থাকে। তখন তার বাবা তাকে নিয়ে অনেক বড়ো স্বপ্ন দেখে । এভাবে বাবু তৃতীয় শ্রনী পর্যন্ত পড়াশুনা করে। হঠাৎ করে সরকারি পুলিশ জানতে পাড়লো বাবুর বাবা বাঙালি তখন বাবুকে সহ বাংলাদেশে যাওয়ার কথা বলে সরকারী পুলিশ। তখন বাবুর বাবা চিন্তা ভাবনা করে বাবুকে নিয়ে বাংলাদেশে চলে আসে এবং বাবুকে সবাই দেখতে আসে বাবুর বাড়িতে, বাবুর তখন সবার কথা শুনতো কিন্তু কারো কথার উত্তর দিতে পারতো না, বাবু বাংলাদেশে আসার পরে বাবুর দাদা দাদী বাবুর নাম পরিবর্তন করে নাম রাখলো রাজু। কিন্তু বাবু নামটা পুড়াপুড়ি মুছতে পাড়লো না কারন তার মায়ে নাম রাখা। এভাবে কিছুদিন কেটে যায়। আর বাবু কিছুটা বাংলা ও শিখে গেছে হিন্দি ভাষা দিন দিন ভুলতে থাকে এই ভাবে দুই বছর পেরিয়ে যায়। তার কিছুদিন পরে বাবুকে দ্বীতিয় শ্রনিতে ভর্তি করে দেয় একটি সরকারি প্রাইমারি স্কুলে। বাবুর বাবাকে সবাই আর একটি বিবাহ করতে বলে বাবুর দেখাশুনা কড়ার জন্য, তখন বাবুর বাবা চাপে পরে দ্বিতীয় বিবাহ করলো। বাবু তখন নতুন একটি মা পেল। বাবুর ছোট বেলা থেকে খারাপ অভ্যাস ছিলো মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করা, তার খাবার বেলায় চিনি থাকতে হবে, কিন্তু একদিন ভাত খাবার সময় বাবু তার সৎ মাকে বল্লো চিনি দিয়া ভাত খাবো তখন বাবুর সৎ মা আর চিনি দিয়া ভাত খেতে দিলো না। আর বাবু সেও ভাত খেতে পারছে না, সৎ প্রশ্ন করলো ভাত কেনো খাও না বাবু বল্লো চিনি ছাড়া ভাত খাবে না তখন বাবুকে তার সৎ মা প্রচন্ড মারধর করলো, বাবুর জীবনে বাবু প্রথম মার খেলো, বাবুকে মারতে মারতে আধমরা করে দিলো, তখন এক আঘাৎ বাবুকে বাম পাশে চোখ। যেয়ে লাগে সেই থেকে বাবুর বাম চোখে একপাশে রক্তো জমা হয় যায়। তখন বাবুর বাবা তাকে ডাক্তার এর কাছে নিয়ে যায়। ডাক্তার তখন বাবুর বাবাকে বকা দেয়। আর ডাক্তার বলে বাবুর চোখের রক্তো কোনদিন ও যাবে না। মার খেয়ে বাবুকে এক সপ্তাহে এর বেশী হাসপাতালের বিছানা থাকতে হয়।

দ্বীতিয় খন্ড পরের পোষ্টে লেখা থাকবে।

প্রিয় বন্ধুরা গল্পটি কেমন হয়েছে আমাকে মন্তব্য স্থানে জানাবেন।


part -1
Real Life Story

A life story,
Story Name: Life Story
A boy is busy with his life story. The boy's name Babu, he has taken the capital of India. After his mother, his mother named him as a little boy, Babu, Babu was a Mayan child, his mother was a piece of junk. When Babur was five and a half months old, he left the world and left him, but Babu did not understand because Babu was five months old, Babu's father and mother's home, due to medical treatment in Bangladesh Babu's father took his mother to New Delhi for treatment. After leaving Babur's mother, her father cared for her for four years from four months of age. Babu and his father are still living in the capital of India. There Babu continued to grow from small to four years old, but Babur's father did not get married because Babu would suffer. But Babu is studying in India and before Babu's mother dies, he has told all the people to make a doctor if my baby is older. Babu's father, while thinking of thinking about it, goes to Babu after studying, in this way Babu is studying, and all his Paramahmas occupy the first place. Then his father had a great dream about him. Thus Babu studied up to the third grade. Suddenly the government police came to know that Babu's father, Bengali, was then asked to accompany Babu to Bangladesh, official police said. Then Babu's father came to Bangladesh with Babu thinking and Babu came to see everyone at Babur's home, Babur used to listen to everyone but could not answer anybody's word, Babu changed his name to Babur's grandfather's grandmother after the name of Raju. But the name of Babu did not put the name of Parthapuri because he kept his mother's name. This is how it is cut for a while. And Babu has learned a little bit of Bengali and Hindi language has been forgotten day by day, thus two years passed. Shortly after that, he admitted to secondary school in a government primary school. Babu's father asked everyone to marry another, to take care of Babur, then Babur's father pressed for a second marriage. Babu then got a new mother. Babu used to have bad habit of eating sweet food, he would have to eat sugar, but one day when eating rice, Babu said to his honest mother, I would eat rice, then Babu did not let the mother of the mother and the mother eat rice. And Babu can not eat rice, honest question, why do not eat rice, Babu says not eating rice without sugar, Babu beat his honest mother, beat Babu first mother in Babu's life, Babu kills him half to kill, then left an aggressive Babu Eyes beside Babu is deposited with blood in the left eye. Then Babu's father took him to the doctor. The doctor then called Babu's father. And the doctor said Babu's eyes will never be the blood. Babu has to stay in bed for more than a week in a hospital bed.

The latter section will be written in the next post.

Dear friends, tell me how the story is about the place.

Posted using Partiko Android

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!