বিরহ শূন্য সুখে ক্ষুণ্ন মন ভিন্ন পথে মোরা,
অন্য জনের অন্ন লোভে ছিন্ন হলি ত্বরা।
দীপ্ত আলো ক্ষিপ্ত ছিলো রপ্তে মম সনে,
তপ্ত ব্যথা ব্যপ্ত আছে সপ্ত আকাশ মনে।
ইচ্ছে গুলো বিচ্ছেদ করে উচ্ছেদ করলি মোরে,
নিচ্ছে ফাটা হচ্ছে ভাঙ্গা নিশ্চিত মন জোরে।
মত ভিক্ষা করে ভক্ষণ যদি এক্ষণ করতে চাও,
যক্ষ প্রেম রক্ষা করে দুঃখ টেনে নাও।
Posted using Partiko Android
This is delightful work :-)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit