পাতা কপির বড়াsteemCreated with Sketch.

in patacopi •  7 years ago 

20180216_172120.jpg
আজকে অনেকদিন পড় পাতা কপির বড়া তৈরী করলাম, জানিনা শেষ কবে খাইছিলাম। আজকে যে তৈরী করে দিয়েছিলো তাকে মন থেকে ধন্যবাদ।
চলুন পাতা কপির বড়া করার রেসিপি দিয়ে দিলাম
১) পাতা কপি পরিমান মতো
২) চালের গুড়া পাতা কপির ৩ ভাগের ১ ভাগ দিবেন।
৩) হলুদের গুড়া, মরিচের গুড়া ১ চা চামচ
৪) কাচা মরিচ ৩ টা থেকে ৪ টা
৫) লবন পরিমান মতো
৬) ১ কাপ পানি
পাতাকপি, চালের গুড়া, লবন, হলুদের গুড়া, মরিচের গুডা, কাচা মরিচ এবং পানি দিয়ে মাখিয়ে নিতে হবে।
তারপড় কড়াইয়ে সয়াবিল তেল গরম করে গোল গোল করে তেলের ভিতর ছেড়ে ছেড়ে দেন। লালচে রং এর হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার পাতা কপির বড়া।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wow khete nischoi onk moja hoicilo?

Nice food.i like pata kopi bora.this is a very testy and nice recipe.it's a bangladeshi food.very testy food.

Nice

nice

I also like this item,