Sky view

in pch •  2 years ago 

হ্যালো সবাই! আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। আমি সবসময় আপনাদের সাথে ভাল ভাল কনটেন্ট শেয়ার করি এবং এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইবেন।

ধন্যবাদ সবাইকে!

FB_IMG_1671334683365.jpg

FB_IMG_1671334685524.jpg

FB_IMG_1671334681239.jpg

গত কয়েকদিন আগে আমি এই সুন্দর দৃশ্যটি আকাশে দেখতে পাই এবং আমি দেখে আমার চোখ সরে আবার দেখলাম। এবং দেখে আমি হতবাক হয়ে গেলাম। আকাশ এত সুন্দর পরিবেশ ও রং দিতে পারে আমি কখনো ভাবতে পারিনি। পরবর্তীতে আমি বাইরে গেলাম এবং একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফি করলাম এবং অনেক জায়গায় গেলাম তার সাথে সাথে কিছু ফটোগ্রাফি করে নিলাম। এই দৃশ্যগুলো দেখে আমি খুবই উপভোগ করছিলাম সাথে সাথে আমি কিছু ভিডিওগ্রাফি ও করেছিলাম।

কেননা ভিডিও করতে আমার খুব ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি তো আমার একটা সখকি বলা চলে যাই হোক। এরপর আমি ওই জায়গাটি সুন্দর হবে পরিদর্শন করলাম। এবং আকাশের দিকে তাকিয়ে বললাম আল্লাহ কত সুন্দর করে এত কিছু সৃষ্টি করেছে আমাদের জন্য আমাদের শুকুর গুজার করার দরকার। যাইহোক পরবর্তীতে আমি ফটোগ্রাফি গুলো নিয়ে বাসায় আসলাম এবং এগুলো সুন্দরভাবে এডিটিং করলাম। পরবর্তীতে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রস্তুত করার পর পোস্টটি রেডি করলাম। আশা করি আপনাদের ব্লকটি পড়তে ও লিখতে খুব ভালো লেগেছে।

thank-you.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!