আমি অনেক আগেই বলেছিলাম এক্সকিস্কোরের(XKEYSCORE) -র কথা

in pegasusproject •  4 years ago 

আমি অনেক আগেই বলেছিলাম এক্সকিস্কোরের(XKEYSCORE) -র কথা, কেউ বিশ্বাস করেনি। তোদের কাছে আমি তো একটা নার্ড, তাইনা?! এড‌ওয়ার্ড স্নোডেন, জুলিয়ান আসাঞ্জের মতো লোক এইসব সত্যিগুলো প্রকাশ করেই এখন সাজা পাচ্ছে! Bro, I'm telling you they're still running it today with different names. যা একের পর এক রিপোর্ট প্রকাশ পাচ্ছে, তাতে দেখা যাচ্ছে আর সফ্ট‌ওয়্যারে বাইন্ড করে কিংবা প্ফিশিং লিংক পাঠিয়ে হ্যাকিংয়ের দরকার নেই। স্রেফ তোদের ফোনে ছোট মিসড্‌কল, এস‌এম‌এস বা হোয়াটস‌অ্যাপ মেসেজ পাঠিয়েই হ্যাক হয়ে যাবে। সেই মেসেজ তোর দেখতেও হবেনা! তারপর হ্যাকার যখন তখন তোর অজান্তেই তোর ক্যামেরা মাইক্রোফোন খুলে সব রেকর্ড করে নেবে। #PegasusProject #NSOGroup #israel

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!