পেন্থার দেখতে কালো বর্ণের প্রানী৷ পেন্থার হচ্ছে বাঘের প্রজাতির প্রাণী৷ এরা মাংসাশী হয়ে থাকে৷ এদের গহীণ জংগলে দেখতে পাওয়া যায়৷ এই প্রাণী গুলো অদ্ভুদ বৈশিষ্ট্য থাকে। আমি সিনেমায় বেশ কয়েকবার এই প্রাণী দেখেছি৷ আমাদের সৈয়দপুর চিড়িয়াখানায় এই প্রাণীকে দেখতে পাওয়া যায় না৷ টিভিতে ডিসকাভারি চ্যানেলে বেশ কয়েকবার এই প্রাণী দেখেছি৷ এদের চোয়াল অনেক মজবুত হয়৷ এরা যেকোন প্রাণী স্বীকার করে৷ এরা তৃণভোজী প্রাণী স্বীকার করে৷ এদের চার টি পা থাকে৷ একটি মুখ থাকে। একটি নাক থাকে৷ এদের শরীর কুচকুচে কালো হয়৷ এদেরকে মানুষ ভয় করে।
ধন্যবাদ