India ‘আজমল পারফিউম্স’য়ের সুগন্ধি-বিষয়ক পরামর্শক আবদুল্লাহ আজমল, ‘স্টুডিও ওয়েস্ট’য়ের ক্রয় বিভাগের প্রধান উমাসাঁ নাইড়ু, ‘বোম্বে পারফিউমারি’র প্রতিষ্ঠাতা মানান গান্ধি এবং ‘বিগ বয় টয়েজ’য়ের প্রধান কার্য-সম্পাদক রিতিকা জাতিন আহুজা মিলিতভাবে জানিয়েছেন গ্রীষ্মকালে আদর্শ সুগন্ধি বেছে নেওয়ার উপায়গুলো।
ত্বক ঠাণ্ডা রাখতে গরমকালের সুগন্ধিগুলো সাধারণত ‘সিট্রাস’ ভিত্তিক হয়, যা সূ্র্যের তাপের বাষ্পীভূত হয়ে যায় দ্রুত। তাই গ্রীষ্মকালে সুগন্ধি নিজের সঙ্গে রাখা উচিৎ, যাতে বারবার ব্যবহার করতে পারে
নারীদের জন্য দিনের বেলায় ক্যান্ডি, ফল ও ফুলের সুগন্ধি আদর্শ। আর রাতের জন্য ফুল ভিত্তিক কড়া সুগন্ধি মানানসই হবে। পুরুষের জন্য রাতেও তাজা ‘সিট্রাস’ ভিত্তিক সুগন্ধি যথেষ্ট।
‘অ্যাকোয়াটিক’ সুগন্ধিও বেছে নিতে পারেন পুরুষরা। বরফ-শীতল সুগন্ধি পুরুষত্ব-কে তুলে ধরবে। নিজেও অনুভব করবেন তরতাজা ভাব। ‘মেরিন’ সুগন্ধিও ব্যবহার করা যায়। কারণ এই সুগন্ধিগুলো হয় সতেজ এবং প্রাকৃতিক। অপরদিকে ফলজাতীয় সুগন্ধি হয় হালকা।
বেড়াতে যাওয়ার সময় ফল, ফুল এবং লেবু, রাসবেরি, অরেঞ্জ ব্লসম, গার্ডেনিয়া, জেসমিন ইত্যাদির আভাযুক্ত সুগন্ধি ব্যবহার করতে পারেন।
সুগন্ধি পছন্দ করতে হবে আপনার ব্যক্তিত্ব এবং ত্বকে তা কেমন সুগন্ধ তৈরি করে তার উপর ভিত্তি করে। কারণ শরীরের প্রাকৃতিক তেলের সঙ্গে মিশে গন্ধটা কেমন হবে তা জানা জরুরি।
সুগন্ধি বেছে নেওয়ার সময় ঋতুর কথাও মাথায় রাখতে হবে। গরমের দিনে হালকা সুগন্ধি ভালো, আর ভারী কিংবা কড়া সুগন্ধি শীতকালের জন্য আদর্শ।