নতুন কোনো ছবি নেই, প্রেক্ষাগৃহে দর্শক কম

in photo •  7 years ago 

রাজধানীর শ্যামলী সিনেমা হলের গত বুধবার রাতের দৃশ্য। প্রেক্ষাগৃহে চলছে গত বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘ডুব’। রাতে ভাঙল সবশেষ শো। হল থেকে বের হলেন হাতে গোনা কয়েকজন দর্শক। নাম প্রকাশে অনিচ্ছুক টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তি জানালেন, দর্শকের পরিমাণ এমনই। তবে বিকেলের শোতে একটু বেশি হয়।

তবে সেই বেশি কোনোভাবেই প্রেক্ষাগৃহের অর্ধেক পূর্ণ করে না বলে জানালেন শ্যামলী প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক আহসানউল্লাহ। বললেন, ‘নতুন ছবি আসছে না। পুরোনো ছবি তো ইউটিউবেই দেখা যায়। তবুও দু-চারজন দর্শক আসছেন এটাই ভাগ্য।’ গত সপ্তাহে শ্যামলীতে চলেছে ‘ডুব’। আজ থেকে চলবে যৌথ প্রযোজনার পুরোনো ছবি ‘নবাব’। জানালেন, ছবি যেমন চলছে না, নিজেদের ব্যবসাও চলছে না।

একই অবস্থা রাজধানীর নয়াপল্টনের জোনাকি সিনেমা হলের। গত সপ্তাহে এই সিনেমা হলে চলেছে ‘আমি নেতা হব’ চলচ্চিত্রটি। আজ শুক্রবার থেকে চলবে ‘ঢাকা অ্যাটাক’। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে কথা হয় টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা তাজুল ইসলামের সঙ্গে। একটা কাগজ মেলে ধরে বললেন, ‘এই যে দেখুন দর্শকের হিসাব।’ মেলে ধরা কাগজে বুধবারের হিসাবে দেখা যাচ্ছে কোনো শোতে ৬ জন, কোনোটাতে ৮ জন। বললেন, ‘নতুন সিনেমা মুক্তি না পেলে দর্শক হলে আসবে কেন? নতুন ছবি আমি নেতা হব একটানা চার সপ্তাহ চালিয়েছি। আর কত?’
DQmaAFY3cYRvDZmJzXzZjPShphSdEyuxt8E8TCqj3HDgsRK.gif
@polash2

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!