Green photo

in photo •  5 months ago 

সবার সুস্থতা অসুস্থতা সব কিছুই থাকতে পারে তাই শুরু করছি আজকের নতুন করে সকাল শুভ সকাল টা নিয়ে পোস্ট আশা করছি ভালো লাগবে তো শুরু করি। আজকের ফটোগ্রাফি পোস্টে আপনাদের ভালো লাগবে কিনা আনন্দিত হবে তবে আপনাদের ভালো না লাগে জানাবেন।

20240715_134740.jpg

আজকে ভিন্ন রকম ফটোগ্রাফি শেয়ার করছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই ফটোগ্রাফি গুলো জঙ্গল থেকে জঙ্গলে ফটোগ্রাফি করার জন্য তাই মাঝে মাঝে জঙ্গলে ফটোগ্রাফি করে যেখানে যেটা পায় সেখানে সেটা ফটোগ্রাফি করে নিয়ে মাঝে মাঝে উপস্থাপন করে কেমন লাগে সেটা জানাবেন।

20240715_134747.jpg
প্রতিনিয়ত ধারাবাহিকতাবাদী রেখে আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করতে নিজের কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন মন্তব্য করার মন্তব্য মুক্ত রয়েছে আপনারা জানেন আমি বুঝতে পারব কেমন হয় আমার ফটোগ্রাফি গুলো
20240715_134753.jpg
কারণ সবারই অবশ্য অপনয়ন থাকা দরকার কেমন হয় কিভাবে হয় আর সেগুলো জানালে অন্যেরও ভালো উপকার হয়। আশা করছি আপনারা আমার কথোপকথন বলা হয়তো বুঝতে পেরেছেন এবং ব্লককে যারা পড়েছেন বা ফটোগ্রাফি যারা ভিজিট করেছেন সবাইকে ধন্যবাদ জানাবো।

কি আর বলার যেহেতু এক একদিন একেক ধরনের বিষয়বস্ত্র আপনাদের শেয়ার করে সেই হিসেবে আর কি বলবো যেখানে যতটুকু বলার ছিল সেটা বলে ফেলেছি এখন বিদায় লগ্নে বিদায় নিতে হবে সবার সুস্থতা কামনা করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো ভিজিট করার জন্য।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@sky-view
ডিভাইসSamsung A-5
লোকেশনবাংলাদেশ

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

IMG-20211206-WA0035.jpg

*🥀🌹আমি আশিক। আমি ঢাকায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে গাড়ির ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।


5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Loading...