কি খবর সবাই কেমন আছেন জানি অনেক বেশি ভালোই আছেন । আমি আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আমি সবার সুস্থতা কামনা করে একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।যদি ভালো লেগে থাকে জানাতে ভুলবেন না কিন্তু।
আমি কত দুই সপ্তাহ ও আগে একটা জন্মদিন অনুষ্ঠানে যায়। আমি তাদের বাড়িতে বিকেল বেলা চলে যায় কারণ তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে দূরে তার জন্য আমি তাদের বাড়ি গিয়ে বাড়িটা ভালো করে ঘুরে দেখতেছিলাম বাড়িটা ঘুরে দেখতে আমার কাছে ভালোই লাগতেছিল আর পর আমার চোখে পড়ে একটি ফুল গাছ। আমার কাছে এত বেশি ভালো লাগলো আমি এটির ফটোগ্রাফি করে ফেললাম । এটি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে।
তার পর আমি এ ফুল গাছটির একবার একের পাশ দিয়ে ফটোগ্রাফি করতেছি। এ ফুল গাছটি সাধারণত অনেক বড় হয়। যদি বড় গাছে ফুল ধরে দেখতে ও সুন্দর লাগে এমনি তে আমার কাছে ফুল দেখলে অনেক বেশি ভালো লাগে এটা দেখলে মন ভালো হয়ে যায়। এটা দেখলে খুশি লাগে মন ভরে যায়।
এ ফুল গাছটির রংটা ও অনেক বেশি সুন্দর লাগছিল। এটির রংটা আমার পছন্দের একটা রং। আমার মন কে মুগ্ধ করে দিয়েছে। আমার কাছে অসাধারণ লেগেছে এ ফুলটি। ভালো লাগবারি কথা এ সুন্দর আমি আগে আর কোথাও দেখেনি। আমি নতুন দেখছি আমার কাছে চমৎকার লেগেছে এ ফুল গাছটি ।
আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে সবার কাছে। ভালো লেগে থাকেই তাহলে মন্তব্য করে বলবেন। এখন বলবেন তার জন্য বসে আছি । সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ফটোগ্রাফি/ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @sky-view |
ডিভাইস | Samsung A-5 |
লোকেশন | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ছোট করে ও আমার মত করে আমার পরিচয়
*🥀🌹আমি আশিক। আমি ঢাকায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে গাড়ির ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit