ভিন্নতার প্রচেষ্টায় ভিন্ন কিছু তুলে ধরাই আসলে প্রয়োজন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ব্লগ যেখানে দেখতে পাবেন ভিন্ন দুটো ফটোগ্রাফি এবং ভালো লাগলে সেটা অবশ্যই জানাবেন মাঝে মাঝে অনেক বেশি প্রয়োজন। তো যখন শুরু করে আজকের মত কানা দানা।
চেষ্টা করে ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতো তাই এটা আজকে শেয়ার করলাম কেমন লেগেছে জানাবেন। সবার সুস্থতা কামনা করে একেক সময় একেক রকম ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আর আপনাদের ভালোলাগা মন্তালাকে অবশ্যই জানাবেন কারণটি জানানোর প্রয়োজনীয়তা অনেক অপরিসীম।
চেষ্টা সফল হবে তখন যদি আপনি চেষ্টা করেন ভালোভাবে। ফটোগ্রাফি করাটা আসলে সবার নেশা সবার পয়সা হয় না এমন কারো কারো হয় কারো কারো হয় না যাদের হয় তাদের ভালো লাগে। আজকে ভিন্ন রকম ফটোগ্রাফি আপনাদের কেমন লাগবে জানি না তবে আমার ভালো লেগেছে ছবিটা তুলেছি আপনারা সবাই শেয়ার করুন।
কথা না বাড়িয়ে বিদায় নিতে হবে কারণ আজকে অনেকটা সময় পেরিয়ে গেল এবং শুভ দুপুর জানিয়ে সবাইকে বিদায় নিব। নিজেকে এগিয়ে নিয়ে যাবেন এই কামনা করছি। আগামীর প্রচেষ্টা ভিন্ন হবে তাই এখানে বিদায় নিতে হবে এখন।ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম
Without further ado, I am leaving here today. Everyone will be good with everyone in the family and as many friends and relatives as they need. I hope you stay healthy. Thank you all.
My Phone Details
Camera | SM j5 |
---|---|
Type | (photography) |
Capture | @rasma |
Location | BD(Bangladesh) |
My name is Rasma Akhter. My Stimit ID is @rasma I am a Bangladeshi also I am a student I am a ninth grader. I attend our local school.
I love to read books, love to garden and love to do art. Maybe not so good, but I like to do a lot. I have a flower garden and there are many flowers in that flower garden. I do very little art work because I didn't get it at that time. I try to do art when I have free time. Other times I work mostly in the garden. Because I like to water the trees and take care of the garden. So I spend more time there.
Thanks for visiting my post, also big thanks to those who read and support my post.