গত পর্বে কুমোরটুলির ফোটোগ্রাফির সাথে মৃৎশিল্পের প্রধান উপাদান মাটি কি ভাবে প্রস্তুত করা হয় সে ব্যাপারে হালকা একটু আলোকপাত করেছিলাম । আজ বলবো মূর্তির কাঠামো তৈরী বিষয়ে কিছু কথা । মাটির মূর্তির ভেতরের অবকাঠামোটাকেই সাদা বাংলায় কাঠামো বলা হয়ে থাকে । এটি হলো মাটির মূর্তির ভেতরের কঙ্কাল । এর ওপরেই মাটির পর মাটির স্তরের প্রলেপ দিয়ে মূর্তি তৈরী করা হয় ।
সর্বপ্রথম একটা মূর্তির জন্য স্ট্যান্ড তৈরী করা হয় । এই স্ট্যান্ডটি বাঁশ এবং কাঠ দ্বারা নির্মাণ করা হয়ে থাকে । এই স্ট্যান্ড বা বেদীর উপরেই মূর্তি নির্মাণ করা হয় । স্ট্যান্ড বা বেদী তৈরির পর এর সাথে একটা বাঁশের স্ট্রাকচার তৈরী করা হয় মূর্তির পিছনে সাপোর্ট দেওয়ার জন্য । সবশেষে কাঠামো তৈরির কাজ শুরু হয় ।
মনুষ্য বা অন্য প্রাণীর আকৃতির মূর্তির জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো একটা কঙ্কাল । যার উপরে মূর্তিটি গড়ে উঠবে । এ জন্য মানুষ এবং বিভিন্ন প্রাণীর এনাটমি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার শিল্পীর । বাঁশের বিভিন্ন টুকরা দিয়ে মানুষ বা প্রাণীর একটা অভ্যন্তরীণ স্ট্রাকচার বা কঙ্কাল তৈরী করা হয় । পাটের দড়ি দিয়ে মজবুত করে বেঁধে অবশেষে যখন কঙ্কাল তৈরী সম্পন্ন হয় তখন এতে খড়ের আস্তরণ যোগ করা হয় ।
মানুষ বা অন্যান্য প্রাণীর যেমন কঙ্কালের ওপরে মাংসপেশি থাকে এই মূর্তির বেলায়ও তাই করা লাগে । এ ক্ষেত্রে বাঁশের কঙ্কালের ওপর খড় পেঁচিয়ে পেঁচিয়ে মাংশপেশী যোগ করা হয় । তারপরে পাটের সুতো দিয়ে মজবুত করে পেঁচিয়ে বাঁধলেই একটা নিখুঁত মানুষ বা প্রাণীর অবয়ব পাওয়া যায় ।
এরপরে বাকি থাকে মাটি আর রঙের কাজ । অর্থাৎ আসল কাজ । বাকি পর্বগুলোতে এসকল বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো ।
আজকে আবারো কুমোরটুলির বেশ কিছু ফোটো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি । আগামী দুই পর্বে আমার এই ফোটোগ্রাফি সিরিজটি সমাপ্য । আশা করছি আজকের এপিসোডটা আপনাদের কাছে ভালো লাগবে ।
তো চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই আয়োজন ।
Image 2023-07-30 at 00.36.05.jpg
আর মাত্র ১৪ দিন বাকি মহান স্বাধীনতা দিবসের । আর এই স্বাধীনতা অর্জনে সব চাইতে যাঁর অবদান বেশি আজ তাঁরই মূর্তি দিয়ে শুরু করলাম আমার আজকের এই এপিসোড । নেতাজী সুভাষ চন্দ্র বসু ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
Image 2023-07-30 at 00.36.06.jpg
পূজা মণ্ডপের শোভা বর্ধনের জন্য তৈরী হচ্ছে পরীর মূর্তি ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
Image 2023-07-30 at 00.36.07.jpg
যে দিকে তাকাই শুধু মূর্তি আর মূর্তি । এ জন্য এক মূর্তির শহরে এসে পৌঁছেছি ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
Image 2023-07-30 at 00.35.48.jpg
পুজোর এখনো অনেক বাকি । কিন্তু এই ছোট আকৃতির দূর্গা মূর্তির নির্মাণকার্য প্রায় সম্পন্ন । শুধু রং করা বাকি । আর সব কাজ শেষ ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
Image 2023-07-30 at 00.35.46.jpg
Image 2023-07-30 at 00.36.18.jpg
প্রথম ছবিতে দেখা যাচ্ছে সার সার দূর্গা মূর্তি । এই কারখানাটা বেশ বড়ো । আর দ্বিতীয় ছবিতে সার সার গণেশ মূর্তি । সামনের মাসেই গণেশ চতুর্থী । তাই বাজারে গণেশের চাহিদা এখন তুঙ্গে।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
Image 2023-07-30 at 00.35.29.jpg
Image 2023-07-30 at 00.35.47.jpg
Image 2023-07-30 at 00.36.16.jpg
এই ষ্টুডিওটাও এখন অনেক বড় । ছোট বড় নানান নির্মীয়মান মূর্তিতে ঠাসা ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
Image 2023-07-30 at 00.35.41.jpg
Image 2023-07-30 at 00.35.42.jpg
এই ষ্টুডিওতে সব বড় বড় দূর্গা প্রতিমা । আর সংখ্যায়ও তারা অগুনতি ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : D5600
ফোকাল লেংথ : ৮৬ মিমিঃ
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ০১ আগস্ট ২০২৩
টাস্ক ৩৪২ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : a6f30ec16b665c83d1754abebe45d297fbfc16c25dce40998dae393dd4d08310
টাস্ক ৩৪২ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়
Account QR Code
TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png
VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png
steempro....gif